খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২

মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের গণমিছিল

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ০৮ অগাস্ট ২০২৫


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম ফারাজী বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতি শ্রমজীবী মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শত প্রতিকূলতার মাঝেও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন চালিয়েছে। এক মুহূর্তের জন্যও রাজপথ থেকে সরে যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীর পাওয়ার হাউস মোড়ে গণমিছিলে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।   
এ সময় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, বুলবুল কবির, খান আব্দুল ওহেদ, আল হাফিজ সোহাগ, হেলাল উদ্দিন, নুরুল হক, আলী হায়দার নিরু, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, আব্দুল বারেক, আসলাম সিকদার, জুনায়েদ খান, কামাল হুসাইন, অধ্যাপক শাহিনুল ইসলাম, মুজাহিদুল ইসলাম বিপ্লব, আসাদুজ্জামান, শাহজাহান, আসলাম শিকদার, আব্দুল বারেক, হেলাল উদ্দিন,  কামরুল ইসলাম, বদরুর রশীদ মিন্টু, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ