খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২

ডুমুরিয়ায় জলাবদ্ধতায় এলজিইডির নির্মাণাধীন সড়ক পানির নিচে, উঁচু করার দাবি এলাকাবাসীর

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ০৮ অগাস্ট ২০২৫


ডুমুরিয়ায় জলাবদ্ধতায় এলজিইডির সদ্য নির্মাণাধীন আলাদিপুর-বাদুড়িয়া সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। প্রায় কোটি টাকা বরাদ্দে কার্পেটিং দ্বারা উন্নয়ন হচ্ছে এ সড়ক। সবেমাত্র রাস্তায় বেডে বালু ভরাটের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ভারি বৃষ্টিতে সড়কের উপর ২/৩ ফুট পানি উঠে গেছে। তাই উঁচু করে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও কমলমতি শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সড়কটি সরেজমিনে দেখতে গেলে তারা এ দাবি জানান। 
জানা যায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (কেবিএস) আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে আলাদিপুর-বাদুড়িয়া সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ৮৩৯ মিটার সড়কটি নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৮০ লাখ টাকা। সবেমাত্র সড়কটি বালু দিয়ে বেড ভরাটের কাজ চলছে। এরই মধ্যে ভারি বৃষ্টিতে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। নতুন ওই সড়কের উপর ২/৩ ফুট পানি উঠে গেছে। বৃহস্পতিবার সড়কটি সরেজমিনে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এ সময়ে বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কটি উঁচু করার দাবি নিয়ে ইউএনওকে ঘিরে ধরেন। কমলমতি শিক্ষার্থীরা জানায় তাদের বিদ্যালয়ে আসা-যাওয়ার একমাত্র ওই রাস্তাটি প্রতি বছর বৃষ্টির মৌসুমে তলিয়ে যায়। সীমাহীন দুর্ভোগে পড়তে হয় এলাকার মানুষের। তাই সড়ক উঁচু করে নির্মাণের দাবি জানান শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। 
মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলাল জানান, উপজেলা প্রকৌশলী ও সংশ্লি¬ষ্ট ঠিকাদারকে রাস্তাটি উঁচু করতে বলা হয়েছে। তা নাহলে এ রাস্তার সুফল জনগণ ভোগ করতে পারবে না। 
উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা জানান, কেবিএস প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে এলাকার লোক জানিয়েছে বৃষ্টির পানিতে রাস্তাটি তলিয়ে গেছে। এমতাবস্থায় আমরা সাইড ভিজিট করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 
এ বিষয়ে ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, এলাকাবাসীর অনুরোধে রাস্তাটি দেখতে আমার সরেজমিনে আসা। রাস্তা প¬াবিত হওয়ার কারণে জলাবদ্ধতায় স্থানীয় জনসাধারণের ব্যাপক ভোগান্তি হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি শেয়ার করা হবে। পাশাপাশি এলজিইডি ডিপার্টমেন্ট থেকে এখানে যে কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে সেটির বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হবে এবং কিভাবে এর সমাধান করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করবো। 

্রিন্ট

আরও সংবদ