খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির দাবি মুক্তিযোদ্ধা সংসদের

খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নয়া কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ০৮ অগাস্ট ২০২৫


খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নয়া কমিটির কাছে বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে সংসদের কর্মকর্তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা অবিলম্বে জাতির কাছে প্রকাশ করার জন্য সরকারের কাছে দাবি করেছেন। অনুষ্ঠানে কর্মকর্তারা অমুক্তিযোদ্ধাদের সনদ বাতিল, ভাতা বন্ধ এবং তাদের আইনের আওতায় আনার দাবি করেছেন। একই সাথে শহিদ মুক্তিযোদ্ধাদের কবর নির্মাণের কাজ দ্রুত সম্পন্নেরও দাবি তোলেন।  
ক্ষমতা হস্তান্তর ও নয়া কমিটির কাছে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। বক্তৃতা করেন বিদায়ী কমিটির জেলা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, জেলা কমিটির নয়া আহবায়ক মোঃ আবু জাফর, যুগ্ম-আহবায়ক মুন্সি আব্দুর রশিদ, সদস্য সচিব জি এম মাওলা বক্স, গাজী রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে জেলা কমিটির নয়া আহবায়ক মুক্তিযোদ্ধাদের বাসস্থান, চিকিৎসা সুবিধা এবং ভাতার ক্ষেত্রে জটিলতা দূর করণের ওপর গুরুত্ব আরোপ করেন। সদস্য সচিব জি এম মাওলা বক্স অবিলম্বে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা জাতির কাছে প্রণয়ন করে ভবিষ্যৎ বংশধরদের কাছে যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি করেন। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে জেলা কমিটির সদস্য মুন্সি হেকমত আলী, প্রশান্ত কুমার গোলদার, এস এম তৈয়বুর রহমান, মোঃ মুজিবর মিস্ত্রি, ভ‚পাল চন্দ্র মলি­ক, আব্দুর সবুর গাইন, গাজী হুমাউন কবীর ও মোবারেক আলী।
উলে­খ্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক ও সদস্য সচিব গত ২৬ জুলাই এ কমিটি অনুমোদন দেন।

 

্রিন্ট

আরও সংবদ