খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সাথে মতবিনিময়

বাংলাদেশের সংকট-সংগ্রামের আলোর পথ দেখিয়েছে জিয়া পরিবার : তুহিন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ০৮ অগাস্ট ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, বাংলাদেশ আমাদের সবার। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই একসাথে বাঁচে, হাসে, এগিয়ে চলে। ধর্ম, বর্ণ, গোত্র নয়-মানবতা, সহানুভূতি আর দেশপ্রেমই আমাদের প্রকৃত পরিচয়। সকল ধর্মের মর্মবাণী হচ্ছে দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ। আমরা দৃঢভাবে বিশ্বাস করি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমঅধিকার ও সুরক্ষার সমান সুযোগ থাকতে হবে।  
বৃহস্পতিবার বিকেলে নগরীর ২৫নং ওয়ার্ডের বানরগাতী খ্রিস্টান কলোনিতে খ্রিস্টান স¤প্রদায়ের নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সকল ধর্মের মর্মবাণী দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ। বর্বর ও হিংসাত্মক যুদ্ধের বিপরীতে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া আমাদের সকলের কর্তব্য। বিএনপি প্রদত্ত ৩১ দফায় স¤প্রীতিমূলক রাষ্ট্রব্যবস্থার কথা উলে­¬খ করা হয়েছে, যেখানে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা এবং সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে একসঙ্গে বসবাস করবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলা হবে। 
তুহিন আরো বলেন, আসছে ফেব্র“য়ারিতে জাতীয় নির্বাচন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে যখন নতুন আশার সঞ্চার হয়েছে, তখনই ভোট বিলম্বিত করতে একটি চক্র নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। ৭১-এর পরাজিত শত্র“রাই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে ফায়দা হাসিলের চেষ্টা করছে। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সন্ধিক্ষণে, সংকট আর সংগ্রামের মুহূর্তে জাতির সামনে আলোর পথ দেখিয়েছে যে পরিবারটি, তাঁরা হলো জিয়া পরিবার। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন হোক কিংবা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রাম-এই পরিবার বারবার হয়ে উঠেছে জাতির নির্ভরতার প্রতীক। সেই ঐতিহাসিক উত্তরাধিকার আজ বহন করছেন তারেক রহমান। 
সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, মহানগর বিএনপি’র সাবেক সদস্য জামাল উদ্দিন, থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা মহানগরের সভাপতি সুজানা জলির পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন রেভারেন্ড রঞ্জিত বিশ্বাস (পালক), ক্যালভিন সঞ্চয় দোবে, পল প্রশান্ত বিশ্বাস, জেমস টমাস বিশ্বাস, চন্দন দোবে (সোনাডাঙ্গা চার্চ), সৌরভ বাড়ৈ (বয়রা চার্চ), সমর সাহা (পালক), ডলি রায়, শিউলী বাড়ৈ, রবার্ট বড়াল, অমূল্য বৈদ্য, বাবু মন্ডল, ইভা সরকার, মান্না সরকার, ফারিয়া পিংকী, প্রভাতী বৈদ্য, খোকন দোবে, জেমস দেবাশীষ বিশ্বাস, ইরা ফিরোজ, রিনা ফিরোজ প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ