খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

বাবুল খলিফা সভাপতি, হেলাল সম্পাদক

উত্তর খুলনা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

রূপসা প্রতিনিধি |
১১:২৬ পি.এম | ০৮ অগাস্ট ২০২৫


বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে অবস্থিত উত্তর খুলনা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (১৬৩৮কে) এর ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মোস্তফা উল বারী লাভলু। সার্বিক পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। প্রিজাইডিং অফিসার ছিলেন শেখ হাফিজুর রহমান এবং মোহম্মদ হাফিজুর রহমান। নির্বাচনে ৫৩৮ ভোটারের মধ্যে ৪২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে বাবুল খলিফা (চেয়ার প্রতীক) ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ জামাল হোসেন (বটগাছ মার্কা) পেয়েছেন ৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে হাসানুজ্জামান হেলাল (মোরগ প্রতিক) ২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ বশির আহমেদ পেয়েছেন (হরিণ প্রতিক) পেয়েছেন ১৪১ ভোট। সহ সভাপতি পদে মোঃ ইকবাল হোসেন ১৮৯ ভোট, মোঃ ওমর ফারুক ১৭৫ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ মিলন সেখ ১৯৬ ভোট, মোঃ ফেরদাউস আহম্মেদ ১৭১ ভোট পেয়ে, কোষাধ্যক্ষ পদে মোঃ জাহাঙ্গীর হোসেন ২২১ ভোট, দপ্তর সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ২২৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে ৩০৫ ভোট, প্রচার সম্পাদক পদে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছন। এছাড়া ৩ জন বিনা প্রতিদ্ব›িদ্বতাসহ মোট ৯ জন নির্বাহি সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

্রিন্ট

আরও সংবদ