খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

আমজনতার দল খুলনা জেলার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:০৫ এ.এম | ০৯ অগাস্ট ২০২৫


জুলাই শহিদদের স্মরণে আমজনতার দল খুলনা জেলার উদ্যোগে শুক্রবার খুলনা জিরোপেয়েন্টে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ‘গাছ লাগান দেশ বাঁচান’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই’ এই শ্লে¬াগানকে সামনে রেখে আমজনতার দল খুলনা জেলা এ কর্মসূচির আয়োজন করে। এর অংশ হিসেবে খুলনা জিরোপেয়েন্ট মোড় ও গল­¬ামারীতে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমজনতার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও খুলনা জেলা আহবায়ক সাংবাদিক মোঃ সাইফুল­¬াহ বাবু। 
প্রধান অতিথি বলেন, আমজনতার দল খুলনা জেলার প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান চলবে। বর্তমান পরিবেশকে সুস্থ রাখতে গাছের বিকল্প নেই।    
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ রিয়াজ উদ্দিন, মোঃ মতিন হাওলাদার, সৈয়দ তৈমুল হোসেন, রেজাউল করিম, এম এম মিশকাতুল ইসলাম, মোঃ হাসানুর ইসলাম তুহিন, আবুল বাশার, মোঃ দুলাল চৌধুরী, কে এম সেলিম প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ