খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-উলামাদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৬ এ.এম | ০৯ অগাস্ট ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জুলাই-আগস্ট বিপ¬বে আলেম সমাজের অংশগ্রহণ এবং বিপ্ল¬বী ভূমিকা বিশ্বের দরবারে সময়ের জীবন্ত ইতিহাস হয়ে থাকবে। বিশেষ করে ১ আগস্ট থেকে ৫ আগস্ট উলামায়ে কেরামের নির্ঘুম রাত, কারফিউ-জরুরি অবস্থা, শার্টডাউন, মুষলধারে বৃষ্টি সব কিছুই উপেক্ষা করে ভোররাত থেকেই আল­¬াহর সাহায্য চেয়ে ছাত্র-জনতার মিছিলে একাকার হয়ে ময়দানে সক্রিয় ভাবে অংশ গ্রহণ। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী উলামা বিভাগের উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-উলামা পীর-মাশায়েখ এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা ও বর্তমান করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।  
খুলনা মহানগরীর উলামা বিভাগের সভাপতি মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাদ্দিস আবু বকর সিদ্দিকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও দারুল উলুম কওমী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ গোলাম ক্বিবরিয়া, ইমাম পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দারুল উলুম কওমী মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. আব্দুর রহিম, ইমাম পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক তালিমুল মিল¬াত রহমানিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ ডি এম নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোঃ জাফর সাদিক আনসারী, বিশিষ্ট মুফাস্সির ও ওয়ায়েজিন মাওলানা মোঃ আব্দুল গফ্ফার, ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল¬াহ মানসুর, মাওলানা মোঃ সফির উদ্দিন, মাওলানা মোঃ শাহজাহান আলম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা গাজী আল আমিন, মাওলানা মোঃ মেহদি হাসান, মাওলানা মোঃ জাহিদুল হক, মাওলানা আব্দুর রহিম, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোঃ নাঈমুল ইসলাম, জুলাই আহত যোদ্ধা মোঃ রেদওয়ানুল হক, মোঃ শিবলুর রহমান প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ