খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

২০নং ওয়ার্ডে নারীদের সাথেও মতবিনিময়

শিববাড়ি কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতা তুহিনের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ০৯ অগাস্ট ২০২৫


নগরীর শিববাড়ি মোড়ে শ্রীশ্রী কালী মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুক্রবার সন্ধ্যায় মতবিনিময় করেছেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
এ সময় তুহিন বলেন, খুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল স¤প্রদায়ের লোকজন একে অপরের ভাই-ভাই। কেউ আমাদের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিশ্বাস করি, পৃথিবীর সব ধর্মই সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার কথা বলে। বাংলাদেশের সা¤প্রদায়িক স¤প্রীতি ও সৌহার্দ্য অত্যন্ত সুদৃঢ়। হাজার বছর ধরেই এই অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ সা¤প্রদায়িক স¤প্রীতির ঐতিহ্য দৃঢ়ভাবে রক্ষা করে আসছে।
মন্দিরের সভাপতি মহাদেব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মানিক সাহা, গোপাল কৃষ্ণ শিব, সুজয় সাহা, রতন সাহাসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন রিচার্ড রানা বিশ্বাস, বিশ্বজিৎ সাহা, কালিপদ, দিপক সাহা, রবীন্দ্রনাথ ব্রহ্ম, প্রদীপ সাহা, মহাদেব সাহা, গোবিন্দ সাহা, বিমল সাহা, বাপ্পা সাহা, গোপাল সাহা, মধুমঙ্গল সিকদার, রতন সাহা, পলাশ পাল, বিজয় সাহা, লিটন সাহা, পলাশ সাহা, মানিক সাহা, প্রসেন সাহা, খোকন কর্মকার, বিপ্লব সাহা, শেখ ফারুক হোসেন, মুসা হোসেন খান, শেখ আজিজুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, ইয়াসিন মোল­¬া, নুর হোসেন বাদল, তরিকুল ইসলাম ওয়াসিম, কামরুন নাহার হেনা, মুন্নি জামান, সোনিয়া খান, শাহিদা আক্তার ও মোঃ মামুনুর রশিদ প্রমুখ।
২০নং ওয়ার্ডে মতবিনিময় : এদিকে বিকেল ৪টায় নগরীর ২০নং ওয়ার্ডে মা-বোনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন বেগম রেহেনা ঈসা, হাফিজুর রহমান মনি, মোঃ আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি। শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং আবু ওয়ারার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সালেহা বেগম, রুবিনা, সুমি,  সীমা, রেবা, রেহানা, মুক্তা আক্তার, রোশনি, কামরুন নাহার হেনা, হাসিনা বেগম, রিক্তা, ফাতেমা বেগম, তারা , বেবি, রশিদা, আসমা, মিরা , রশ্মি, লিপি, বেবী পারভীন, আসমা খাতুন, রুমা, রোকসানা, মমতাজ, নাসিমা, সুন্নি, মাসুমা আক্তার, সুমাইয়া, দীপা আক্তার,  সালেহা, বক্কার মীর, গাজী নুর মোহাম্মদ, এনামুল কবির, শফিকুল ইসলাম, মোল¬া মিজান, আবুল কালাম, আহসান হাবিব বাবু, হেলাল ফারাজি, আমিন হোসেন মিঠু, মাসুদ পারভেজ বাবু, মোঃ আতিয়ার রহমান, মোঃ ইয়াসিন আরাফাত, গাজী আতিকুর রহমান, মোঃ হারুনুর রশিদ, বাবুল তালুকদার, লাভলু খন্দকার, রিপন সিকদার, গোলাম রসূল রনি, ডাঃ ছোট্টু, মোহাম্মদ গাউস, মোঃ মনিরুজ্জামান, খলিলুর রহমান, নূরে আলম রিপন, আজাদ খান, ফয়েজ আহমেদ রাশেদ, অহিদ মুরাদ রাজা, মোঃ লালু, মহিবুর রহমান ও জনি প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ