খুলনা | বৃহস্পতিবার | ১৪ অগাস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৮ পি.এম | ০৯ অগাস্ট ২০২৫


নাশকতা মামলায় খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব সোনাডাঙ্গা গীর্জা রোডের বাসিন্দা শেখ আ: জব্বারের ছেলে।

সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর রাজনীতি পরিবর্তনের পর থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিব আত্মগোপনে ছিল। সে আত্মগোপনে থেকে সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিল। এরই ধারাবাহিকতায় তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে পুলিশ। শুক্রবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহলে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নাশকতা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হতে পারে।

্রিন্ট

আরও সংবদ