খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশে বক্তারা

সাংবাদিকরাও অনিরাপদ হলে দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:২৫ পি.এম | ০৯ অগাস্ট ২০২৫


দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি,এম মনিরুল ইসলাম মিনি'র সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এম রফিক, নির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান বাবু, খবরপত্রের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ জিল্লুর রহমান, এম ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ আলম, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি কেএম আনিছুর রহমান,  আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেন। অথচ বস্তুনিষ্ঠ সংবাদ যখন কারোর বিপক্ষে যায় তখন তাদেও দ্বারা সাংবাদিকরা আক্রমণের শিকার হন।

বক্তরা বলেন, আজ যদি সাগর-রুনী হত্যাকান্ডের বিচার হতো তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না। পূর্বের সরকারের ন্যায় বর্তমান সরকারও সাংবাদিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাংবাদিকরাও অনিরাপদ হলে  দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

বক্তারা অনতিবিলম্বে দেশে সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করে আরো বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রæত  গ্রেপ্তার করে অসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা কমে আসবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার কর্মরত বিভিন্ন 

্রিন্ট

আরও সংবদ