খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

বৃক্ষরোপণ কর্মসূচিতে মাহফুজুর রহমান

পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পুষ্টি বাগান গড়ে তোলার বিকল্প নাই

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ১০ অগাস্ট ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ন গড়ে তুলবে। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে পরিবেশ সুরক্ষায় সামাজিক বনায়ন গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহŸান জানান।শনিবার খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন উপলক্ষে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কের পাশে অবস্থিত মহানগরীর নিজস্ব কার্যালয়ে শ্রমিকদের মাঝে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহŸান জানান। মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক ডাঃ সাইফুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন এস এম মাহফুজুর রহমান, জাহিদুল ইসলাম, বুলবুল কবির, আল হাফিজ সোহাগ, মাহবুবুর রহমান জুনায়েদ, আমীর হোসেন তোতা, শহীদুল ইসলাম, কামরুল ইসলাম, বদরুর রশীদ মিন্টু, আসাদুল­াহ আল গালিব, নাসির উদ্দিন, বেবি জামান প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ