খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

কেসিসি একাদশ বনাম জুলাই যোদ্ধা একাদশের প্রীতি ফুটবল ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩২ এ.এম | ১০ অগাস্ট ২০২৫


ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষে কেসিসি একাদশ বনাম জুলাই যোদ্ধা একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার   বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় প্রশাসন, জেলা পপ্রাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার। তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এ খেলাটি উপভোগ্য হলেও শেষ পর্যন্ত উভয় দল একটি করে গোল করে খেলায় সমতা ধরে রাখে।
মাঠে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা অয়োজক কমিটির আহবায়ক ও প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলিমুজ্জামান, সদস্য চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, জহির মাহমুদ স্বপন, সাইফুল ইসলাম, শাহনাজ পারভীনসহ ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীবৃন্দরা।  
খেলার ধারাবিবরণী তুলে ধরেন কেসিসি’র কালেক্টর অব ট্যাক্সেস মোঃ আব্দুল মাজেদ মোল­া, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, বাজার সুপার শেখ শফিকুল হাসান, ভান্ডার সুপার উজ্জ্বল কুমার সাহা ও এ্যাসেসর মোঃ নাজমুল হক মুকুল। 

্রিন্ট

আরও সংবদ