খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

পরিতোষ কুমার পালের পরলোকগমন : শোক

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৪ এ.এম | ১০ অগাস্ট ২০২৫


দৈনিক সময়ের খবর পত্রিকার প্র“ফ রিডার দিলীপ পালের ভগ্নিপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি অভিজিৎ পালের পিসে মহাশয় পরিতোষ কুমার পাল গতকাল শনিবার ভোর ৫টায় বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া গ্রামে নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে রূপসা মহাশ্মশানে তার শেষকৃতানুষ্ঠান সম্পন্ন হয়। মরহুমের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। 
পরিতোষ কুমার পালের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার শান্তি কামনা করেছেন দুলাল কৃষ্ণ পাল, ভূবন পাল, নিখিল পাল, নিরঞ্জন পাল, দেবব্রত পাল, সুনীল পাল, তাপস পাল, হরিদাস রায়, লিপন সরকার, মিন্টু সাহা, চিন্ময় পাল, রনজিৎ গোলদার, জয়দেব সরকার, লিপি সরকার, কমলেশ পাল, রমেশ পাল, উত্তম পাল, গোপাল পাল, দিপালী পাল, গৌতম পাল, ডাঃ প্রফুল¬ পাল, লীলা পাল, সোমা মজুমদার, তারাপদ পাল, ললীত পাল প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ