খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

দ্রুত নিয়ন্ত্রণে আনলো ফায়ার সার্ভিস

কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৪ এ.এম | ১০ অগাস্ট ২০২৫


সাতক্ষীরার  কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয় এলাকাবাসী ও  শিক্ষকরা আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করেন।
খবর পেয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামসহ অন্যান্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। কম্পিউটারের ইউপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও  জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম।
তারা জানান সকাল সাড়ে নয়টার দিকে প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ভবনে ব্যাপক ধোঁয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও সেটি বেশি নয় বলে তারা জানান।
আগুনে অফিসের অনেক জরুরি কাগজপত্র পুড়ে গেছে বলে দেখা গেছে। ছুটির দিন থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান কলারোয়ায় ছিলেন না। খবর পেয়ে তিনি দ্রুত কলারোয়ায় ফিরে আসেন বলে জানান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুন।
মামুন আরো জানান আগুনে পুড়ে যাওয়া নথিপত্রগুলো পুরাতন। এগুলো মূলতঃ অকেজো ও অব্যবহৃত হিসেবে অফিসে পড়ে ছিলো। বর্তমানে অফিসিয়াল সমস্ত কাজকর্ম অনলাইন এবং কম্পিউটার ভিত্তিক হয়ে থাকে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না, তবে এখনো পরিপূর্ণভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

 

্রিন্ট

আরও সংবদ