খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

যশোরে মাদক বিরোধী অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৬ এ.এম | ১০ অগাস্ট ২০২৫


যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সদর উপজেলার মালঞ্চি দক্ষিণপাড়া, তেঘরিয়া নতুনহাট পাড়া ও গরীব শাহ্ মাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলো মালঞ্চি দক্ষিণপাড়ার মোঃ সাইদ হোসেন (২৪), ঘোপ বেলতলার মোঃ আবুল বাশার (২৮) ও তেঘরিয়া নতুনহাট পাড়ার মোঃ নজরুল ইসলাম (৫৭)। উদ্ধার গাঁজার ওজন ১২৫ গ্রাম, যার আনুমানিক মূল্য ১ হাজার ২৫০ টাকা।
যশোরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান সরদার মোঃ সাইদ হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মোঃ আবুল বাশারকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। অপর দিকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দিন মোঃ নজরুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

্রিন্ট

আরও সংবদ