খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

গিলাতলায় প্রতিবন্ধীকে বলাৎকারের মামলা করে বিপাকে বাদীর পরিবার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫১ এ.এম | ১০ অগাস্ট ২০২৫


নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা ৫নং ওয়ার্ডে প্রতিবন্ধীকে (১৭) বলাৎকারের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ইলেকট্রিক মিস্ত্রী রাকিব শেখের (২৫) বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিবন্ধী কিশোরের পিতা মোঃ মোহন খান বাদী হয়ে খানজাহান আলী থানায় নারী ও শিশু দমন আইনের ৯(১) ধারায় মামলা করেছেন। 
অভিযুক্ত রাকিব শেখ পলাতক রয়েছে। এদিকে প্রতিবন্ধী ছেলেকে বলাৎকার করার অভিযোগে মামলা করায় বিপাকে পড়েছে বাদীর পরিবার। স্থানীয় প্রভাবশালী একটি মহল মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি প্রদান করছে বলে বাদী মোহন খান অভিযোগ করেছেন। 
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, খানজাহান আলী থানাধীন গিলাতলা ৫নং ওয়ার্ডের খানপাড়া এলাকার ইজিবাইক চালকের ছেলে বহুমাত্রিক প্রতিবন্ধী কিশোর (১৭) কে পার্শ্ববর্তি ইলেকট্রনিক্স মিস্ত্রি রাকিব শেখ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ৬ মাস যাবত বলৎকার করে আসছিল। গত ১ আগস্ট বিকেল অনুমানিক ৩টার সময় ঐ প্রতিবন্ধী কিশোরকে (১৭) লম্পট রাকিব শেখ গিলাতলা ৫নং ওয়ার্ডস্থ খানপাড়ার জনৈক মোস্ত খানের বাড়ির পিছনের বাগানে নিয়ে যায়। সেখানে তার পরনের টাউজার খুলতে বলে। তার কথায় রাজি না হওয়ায় প্রতিবন্ধী কিশোরকে মারধর করে এবং গলায় ছুরি ধরে জোর পূর্বক বলৎকার করে। পরে প্রতিবন্ধী কিশোরকে মারধর করে এবং বলে কাউকে বললে তোকে প্রাণে মেরে লাশ নদীতে ভাসাইয়া দিবো। বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা প্রতিবন্ধী ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়। 
বলাৎকারের শিকার প্রতিবন্ধী কিশোরের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে চিকিৎসার জন্য গত ৪ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোর পিতা মোঃ মোহন খান বাদী হয়ে মোঃ রাকিব শেখকে আসামি করে খানজাহান আলী থানায় মামলা করেছে। 
অভিযুক্ত রাকিব শেখের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফ সহিদুল আলম বলেন, প্রতিবন্ধীকে বলাৎকারের অভিযোগে জনৈক মোহন খান একটি মামলা দায়ের করেছেন। মামলাটি দায়েরের পর ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মেডিকেলও সম্পন্ন হয়েছে। মেডিকেল রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি। আমরা অভিযুক্ত রাকিব শেখ পলাতক রয়েছে তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রেখেছি। দ্রুত সময়ে তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি জানান।  
 

্রিন্ট

আরও সংবদ