খুলনা | রবিবার | ১০ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

তেরখাদায় কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল

তারেক রহমানের আদর্শেই সম্প্রীতির বাংলাদেশ গড়বে বিএনপি

তেরখাদা প্রতিনিধি |
০১:৫৪ এ.এম | ১০ অগাস্ট ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “তারেক রহমানের আদর্শ, নেতৃত্ব এবং দেশপ্রেমই হবে আসামির বাংলাদেশের ভিত্তি। তাঁর চিন্তা-চেতনায় একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং স¤প্রীতিপ‚র্ণ রাষ্ট্রের ছাপ স্পষ্ট। বিএনপি সেই পথেই দেশকে এগিয়ে নিতে চায়।”
গতকাল শনিবার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত স¤প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, “একটি মহল দেশের ভেতর অপপ্রচার ও বিভাজনের রাজনীতির মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কিন্তু জনগণ জানে বিএনপি’র হাতেই সব ধর্ম, বর্ণ ও স¤প্রদায়ের মানুষ নিরাপদ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।”
তিনি বলেন, “তারেক রহমান এমন এক নেতা, যিনি শুধুই দলের নেতা ননÑতিনি দেশের ভবিষ্যৎ চিন্তায় বিশ্বাসী একজন রাষ্ট্রনায়ক। তাঁকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি যারা অপপ্রচার চালায়, তাদের নেই।” সমাবেশে হেলাল আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা ফিরিয়ে আনা ছাড়া কোনো উন্নয়নই টেকসই নয়। বিএনপি সেই লক্ষ্যেই জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আছে এবং থাকবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাগলাদাহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি এস এম ইমদাদুল হক। সঞ্চালনায় ছিলেন রাজু বিল­াহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, এনামুল হক সজল, জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চৌধুরী কাওসার আলী এবং জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, মোল্লা মাহাবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবিরসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সম্প্রীতির সমাবেশটিকে ঘিরে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক জনসমুদ্রে। নেতারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি শান্তিপূর্ণ ও জনগণের বাংলাদেশ গড়ার লড়াইয়ে প্রস্তুত।”
 

্রিন্ট

আরও সংবদ