খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

ডুমুরিয়ায় চাঁদা চাওয়ার অভিযোগে যুবলীগ কর্মীকে গণধোলাই

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:০২ এ.এম | ১১ অগাস্ট ২০২৫


ডুমুরিয়ায় চাঁদা চাওয়ার অভিযোগে গণধোলাইয়ে শিকার হয়েছে রেজাউল করিম টয়লেট (৩৮) নামে এক যুবলীগ কর্মী। রোববার সকালে উপজেলার উলা কবিরাজ পাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার উলা এলাকার জাবালে রহমত এতিমখানা সামনে হতে সুরত আলী কবিরাজ বাড়ি অভিমুখে একটি ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজ চলছে। সকালে রাস্তায় কাজ করার সময় স্থানীয় চিহ্নিত মাদকসেবী টয়লেট তার দলবল নিয়ে কাজের কেয়ার টেকার মারুফ হোসেনের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে অন্যথায় কাজ বন্ধ করার হুমকি দেয়। এ খবর জানতে পেরে স্থানীয়রা জড়ো হয়ে তাকে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। এ বিষয়ে মারুফ, মোশাররফসহ অনেকেই জানান এলাকার চিহ্নিত মাদকসেবী একাধিক মামলার আসামি আওয়ামী দোসর রেজাউল করিম ওরফে টয়লেট চাঁদা চাওয়ার অপরাধে গণধোলাইয়ের শিকার হয়েছে।

্রিন্ট

আরও সংবদ