খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

ডুমুরিয়ায় ৩৭৫ বস্তা সার জব্দ দুই ব্যবসায়ীকে জরিমানা

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:০২ এ.এম | ১১ অগাস্ট ২০২৫


ডুমুরিয়ার চুকনগরে ভ্রাম্যমাণ আদলতের অভিযানে দুই সার ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৩৭৫ বস্তা সার জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের নির্দেশনায় রোববার বেলা ১১টায় আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।
সংশ্লি¬ষ্ট সুত্রে জানা গেছে উপজেলার চুকনগর বাজাস্থ মেসার্স সোহাগ ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম মোড়ল (সোহাগ) এর গোডাউনে অতিরিক্ত সার মজুদ রাখার অপরাধে নগদ ১০ হাজার টাকা জরিমানা এবং গোডাউনে রক্ষিত ২৮০ বস্তা ইউরিয়া, ৪৬ বস্তা টিএসপি, ২০ বস্তা ডিএপি ও ২৯ বস্তা  এমওপিসহ মোট  ৩৭৫ বস্তা সার জব্দ করা হয়। এছাড়া সুকর্ণ ট্রেডার্সের মালিক সুকর্ণ ঘোষের সারের দোকানে সার সরবরাহের সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সারগুলো আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ও বাজার বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম জিম্মায় রাখা হয়। অভিযানকালে আদালতকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, সহকারি কৃষিকর্তা আশুতোষ দাশ, নাজির কিরণ চন্দ্র বালা ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল¬াল হোসেন। এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার বলেন, জব্দকৃত সারের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এমন ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

্রিন্ট

আরও সংবদ