খুলনা | মঙ্গলবার | ০৯ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারো দশ নম্বরে নেমে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০২:৫৯ পি.এম | ১১ অগাস্ট ২০২৫


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। আগে নয় নম্বরে থাকা বাংলাদেশকে এবার টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ ম্যাচে বাংলাদেশের বর্তমান রেটিং এখন ৭৭, নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৭৮।

গত ৫ মেতেই অবশ্য দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জুলাইতে একটি ওয়ানডে জিতে আবার নয়ে উঠলেও বেশিদিন টিকতে পারেনি বাংলাদেশ। আজ আবার সেরা দশের তলানিতে চলে যেতে হলো দলটিকে। কেননা চারে থাকা পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

গত ৫ মেতে দশে নামার মধ্য দিয়ে প্রায় দুই দশক পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। সর্বশেষ ২০০৬ সালে এত নিচে ছিল দলটি। এবার ১৯ বছর পর আবার সেই পুরনো অবস্থানে ফিরে যেতে হলো। ১৬ অক্টোবর ২০০৬ সালে প্রথমবার আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠেছিল বাংলাদেশ।

তার আগে, ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর সময় বাংলাদেশের অবস্থান ছিল ১১ নম্বরে—যেখানে কেনিয়াও ছিল বাংলাদেশের ওপরে।

২০০৫ সালের আগস্টে প্রথমবার কেনিয়াকে টপকে ১০ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এরপর ২০০৬ সালের অক্টোবরে জিম্বাবুয়েকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে পৌঁছে যায়।

এরপর লম্বা সময় দশের নিচেই ছিল দলটি। ২০১৭ সালের মে মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ উঠে যায় র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

২০২২ সালে সাউথ আফ্রিকাকে হারিয়েও আবার একবার ছয়ে উঠেছিল বাংলাদেশ। তবে এরপর থেকেই র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতে থাকে। ধারাবাহিকতা না থাকায় ও বড় দলের বিপক্ষে হার বেড়ে যাওয়ায়, অবশেষে আবার সেই পুরনো ১০ নম্বরে ফিরে যেতে হলো লাল-সবুজের দেশকে।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে ২০২৭ সালের ৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ নম্বরে। এদিকে ওয়ানডেতে ৪ থেকে ৫ নম্বরে নেমে গেছে পাকিস্তান, চারে উঠে গেছে শ্রীলঙ্কা।

্রিন্ট

আরও সংবদ