খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

আটকের ২ ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা

খবর প্রতিবেদন |
০৫:৪২ পি.এম | ১১ অগাস্ট ২০২৫


ভারতের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আটকের দুই ঘণ্টা পর মুক্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আটক হওয়া অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব এবং শিবসেনা (ইউবিটি)-র সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।

এর আগে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে সোমবার নির্বাচন কমিশনের দপ্তরের উদ্দেশ্যে পদযাত্রা করার সময় দিল্লি পুলিশ তাদের আটক করে। শাসক দল বিজেপির সঙ্গে ‘যোগসাজশ’-এর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ কর্মসূচির ডাক দেয় ইন্ডিয়া জোট।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আটকের ২ ঘণ্টা পর মুক্তি পেয়ে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা লোকসভার অধিবেশনে নেন।

আটক হওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে রাহুল গান্ধী বলেন, ‘এই লড়াই রাজনৈতিক নয়। এটা সংবিধান রক্ষার জন্য, ‘একজন মানুষ, এক ভোট’ এই অধিকার বাঁচিয়ে রাখার জন্য। সত্যিটা সামনে আছে, কিন্তু ওরা কথা বলতে পারে না।’

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই কর্মসূচি মূলত বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে করা হয়। যদিও ইসির অনুমতি ছিল কেবল ৩০ জন সংসদ সদস্য প্রবেশের, সেখানে বহু সংখ্যক নেতা ও কর্মী হাজির হন, যার কারণে পুলিশ মিছিল আটকে দেয়।

পুলিশ জানায়, এই প্রতিবাদ মিছিলের জন্য কোনো পূর্ব অনুমতি নেওয়া হয়নি, আর অনুমোদিত সংখ্যার চেয়ে অনেক বেশি মানুষ মিছিলে অংশ নেন।

পুলিশ কমিশনার দীপক পুরোহিত জানিয়েছেন, ইন্ডিয়া জোটের নেতাদের আটক করা হয়েছে, তবে সঠিক সংখ্যা জানাননি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন মাত্র ৩০ জন এমপিকে আসতে অনুমতি দিয়েছিল। কিন্তু ২০০-র বেশি লোক মিছিল করে আসে। ফলে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় আমরা বাধা দিয়ে তাদের আটক করেছি।’

ডেপুটি কমিশনার দেবেশ কুমার মহলা বলেন, ‘কিছু নেতা ব্যারিকেড টপকে যেতে চেষ্টা করায় তাদেরও আটক করা হয়েছে।’

্রিন্ট

আরও সংবদ