খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২

উপজেলা ও পৌরসভা বিএনপি’র নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫১ এ.এম | ১২ অগাস্ট ২০২৫


গণতান্ত্রিক চর্চার সূতিকাগার বিএনপি’র উপজেলা/পৌরসভা পর্যায়ে নির্বাচন পরিচালনার লক্ষ্যে খুলনা জেলা বিএনপি’র নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার এড. আব্দুস সবুর, সহকারী নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম নূর, অধ্যাপক মফিজুল ইসলাম, এড. হাবিবুর রহমান মালী ও অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম।
নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে গত ২ আগস্ট খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আশু সুস্থতা কামনা বিশেষ দোয়া করেন নেতৃবৃন্দ। একই সাথে দীর্ঘ চিকিৎসার পর জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু সুস্থভাবে বাড়ি ফিরে আসায় মহান আল্লাহ্’র প্রতি শুকরিয়া আদায় এবং একই সাথে তার জন্য দোয়া করায় দলীয় নেতাকর্মী-সমর্থক তথা খুলনাবাসীর প্রতি নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জি এম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল।

্রিন্ট

আরও সংবদ