খুলনা | বুধবার | ১৩ অগাস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকুরি দেওয়ার নামে প্রতারণা, এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩১ এ.এম | ১৩ অগাস্ট ২০২৫


যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তিন ছাত্রকে সরকারি চাকুরি দেয়ার নাম করে ১ লাখ ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় হৃদয় বিশ্বাস (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে। হৃদয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দীয় গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। 
ঝিনাইদহ সদর উপজেলার এস্তেফাপুর গ্রামের রিপন হোসেনের ছেলে রিয়ন হোসেন (১৮) এজাহারে উলে­খ করেছেন, তিনি যশোর পলিটেকনিট ইনস্টিটিউটে লেখাপড়া করেন। তার সাথে আরো দুই বন্ধু আকাশ মন্ডল ও রামকৃষ্ণ রায় চন্দন লেখাপড়া করে। আসামি হৃদয় আগে তাদের সাথে লেখাপড়া করে। কিন্তু সে সেখান থেকে চলে যায়। গত ৬ আগস্ট তার সাথে হঠাৎ করে দেয়া হয়। এবং নিজেকে লেফটেনেন্ট কমান্ডার হৃদয় বিশ্বাস জয় নামে পরিচয় দেয়। বলা হয় সরকারি উচ্চ দফতরে তার অনেক জানাশোনা আছে। সে ইচ্ছে করলে চাকুরি দিতে পারবে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল মেটাল ডিপার্টামেন্টালের কম্পিউটার অপারেটর হিসাবে চাকুরি দেবে বলে জানায়। সে জন্য তাদের কাছে টাকা দাবি করে। গত ৮ আগস্ট তার বড় ভাইয়ের সামনে থেকে নগদ ৪২ হাজার টাকা নেয়। এছাড়া বিকাশের মাধ্যমে আরো সাড়ে তিন হাজার টাকা দেয়। এছাড়া তার বন্ধু আকাশ মন্ডল ৪০ হাজার এবং রামকৃষ্ণ রায় চন্দন ৩২ হাজার টাকা দেয়। আসামি হৃদয় কৌশলে তার কাছ থেকে বিকাশ নম্বর নিয়ে তার মাধ্যমে অন্য প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে আসে। কিন্তু চাকুরি দিতে পারে না। গত ১১ আগস্ট হাইকোর্ট মোড়ের গোলচত্বরে তার সাথে দেখা হয়ে যায়। সে সময় চাকুরির কথা বললে নানা বিভ্রান্তিমূলক কথা বলে। এবং দৌড়ে পালানো চেষ্টা করে। কিন্তু স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।  

্রিন্ট

আরও সংবদ