খুলনা | বৃহস্পতিবার | ১৪ অগাস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২

ডুমুরিয়ায় প্রতিপক্ষের কোদালের আঘাতে যুবকের হাত ভেঙে জখম

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ১৪ অগাস্ট ২০২৫


ডুমুরিয়ায় ঘেরের আইলে ঘাস মারা ওষুধ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কোদালের আঘাতে হাত ভেঙে গেছে আকিবুল সরদার (২২) নামে এক যুবকের। আহত ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে উপজেলার শোভনা পশ্চিমপাড়া বড় বিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আব্দুল­াহ সরদারের ছেলে আকিবুল সরদার (২২) তার নিজ ঘেরের আইলে গত রোববার ঘাস মারার জন্য কীটনাশক স্প্রে করে। এ নিয়ে পার্শ^বর্তী ঘের মালিক নজরুল খন্দকার তার সবজি ক্ষেতে লেগেছে সন্দেহ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে গতকাল দুপুরে আকিবুল তার ঘেরের আইলে গেলে পিছন দিক থেকে অতর্কিত ভাবে নজরুল খন্দকার কোদাল দিয়ে সজোরে মাথায় আঘাত করে। এতে ঠেকাতে গিয়ে আকিবুলের বাম হাত হাত ভেঙে জখম হয়।পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

্রিন্ট

আরও সংবদ