খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২

দখলের প্রস্তুতি, গাজাবাসীদের আফ্রিকায় স্থানান্তরের পরিকল্পনা ইসরায়েলের

খবর প্রতিবেদন |
০১:০৫ এ.এম | ১৪ অগাস্ট ২০২৫


ইসরায়েলি বাহিনী পুরো গাজা দখলের প্রস্তুতি নিতে শুরু করেছে। গাজা দখল অভিযানের নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। আবাসিক এলাকাগুলোতে তিন দিন ধরে ব্যাপক হামলা চলছে। বাসিন্দাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনিদের জোর করে দক্ষিণ সুদানে স্থানান্তরের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করছে ইসরায়েল।

যুক্তরাজ্য, ইইউ, অস্ট্রেলিয়া, কানাডা, জাপানসহ ২৬ দেশ এক বিবৃতিতে যুদ্ধ বন্ধ করে অনাহার নিরসনের আহ্বান জানিয়েছে। দেশগুলো নেতানিয়াহুকে তাদের আকাশসীমা ব্যবহারে বিরত রাখার পক্ষে মতপ্রকাশ করেছে। বিপরীতে নেতানিয়াহুর বাহিনী হামলা জোরদার করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির গাজা দখলের জন্য আসন্ন বড় হামলার রূপরেখা অনুমোদন দিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অপুষ্টিতে মৃত্যু হযেছে আরও আটজনের। এতে ১০৬ শিশুসহ ক্ষুধায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৫-এ দাঁড়িয়েছে। হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ৭২২ জন নিহত এবং এক লাখ ৫৪ হাজার ৫২৫ জন আহত হয়েছেন।

গাজা শহর দখল ও ১০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার জন্য হামাসের একটি প্রতিনিধি দল মিসর পৌঁছেছে। হামাসের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ইসরায়েলি বাহিনী পুরো শহর দখলের জন্য অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা গাজার শাসন ব্যবস্থা ত্যাগ করতে রাজি, তবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা তাদের অস্ত্র ত্যাগ করবে না।

অন্যদিকে গাজা সীমান্ত পরিদর্শন করেছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ও আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘গাজায় শুধু মানবসৃষ্ট দুর্ভিক্ষই নয়, বরং একটি গণহত্যাও চলছে।’

গাজার বাসিন্দা মাজেদ আল-হোসারি বলেন, তারা আকাশ থেকে অবিরাম বোমা হামলার শিকার হচ্ছেন। প্রতিটি হামলার সঙ্গে মাটি কাঁপছে। ২৫ বছর বয়সী আমর সালাহ রয়টার্সকে বলেন, মনে হচ্ছে দখলদার বাহিনী নতুন করে যুদ্ধ জোরদার করেছে। পূর্ব গাজার কিছু রাস্তায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অন্যদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে দক্ষিণ সুদানে স্থানান্তরের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করছে ইসরায়েল। মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে দিয়েছে, এই পদক্ষেপ জাতিগত নির্মূলের সমতুল্য। তাদের আশঙ্কা, একবার যাদের পাঠানো হবে, তাদের গাজায় হয়তো ফিরতে দেওয়া হবে না।

ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, তারা হাইফা, নেগেভ, উম্মে আল-রাশরাশ এবং বেয়ারশেবাতে ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালিয়েছে।  

যুদ্ধ কেড়ে নিয়েছে ৫০ শতাংশ ইসরায়েলির ঘুম: জরিপ
মাক্কাবি হেলথকেয়ার সার্ভিসেস নামের এক প্রতিষ্ঠানের জরিপে বলা হয়েছে, যুদ্ধ-সংঘাত ইসরায়েলিদের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলেছে। এক হাজারেরও বেশি রোগীর ওপর জরিপ চালায় সংগঠনটি। জরিপে ঘুম না হওয়া, শারীরিক দুর্বলতা, আতঙ্ক, উদ্বেগ, অবসাদ ও শিশুদের মানসিক স্বাস্থ্যের অবনতির মতো বিষয়গুলো উঠে এসেছে। জরিপে অংশ নেন স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানে নিবন্ধিত এক হাজার ১০০ ইসরায়েলি। ৫০ শতাংশ অংশগ্রহণকারী জানান, তারা প্রয়োজন মতো ঘুমাতে পারছেন না।

সমগ্র গাজা একটি মৃত্যুফাঁদ: মার্কিন চিকিৎসক 
মার্কিন শিশু বিশেষজ্ঞ ইউসুফ গাজাকে একটি মৃত্যুফাঁদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, গাজা শহর একটি খাঁচা, যেখানে মানুষকে মৃত্যুর জন্য চিহ্নিত করা হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হয়, এক দিনে কতজনকে হত্যা করা হবে তা হয়তো নির্দিষ্ট করে রাখা আছে। তিনি জর্দান থেকে আলজাজিরাকে বলেন, গাজায় কিছুদিন আগে দায়িত্ব পালন করছিলেন। প্রায় প্রতিদিনই জিএইচএফ পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোতে ক্ষুধার্তদের ওপর হামলা হতে দেখেছেন তিনি।

্রিন্ট

আরও সংবদ