খুলনা | বৃহস্পতিবার | ১৪ অগাস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

খবর প্রতিবেদন |
০৪:১৯ পি.এম | ১৪ অগাস্ট ২০২৫


ফরিদপুরের কানাইপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৬ জন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ফরিদপুরের ঢাকা–খুলনা মহাসড়কের কানাইপুর বাজারসংলগ্ন একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনাটি আমাদের হাইওয়ে থানার পাশেই ঘটেছে। ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই এবং সেখান থেকে আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এদের মধ্যে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আরও কয়েকজন তুলনামূলকভাবে কম আঘাতপ্রাপ্ত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি হতে হয়নি। তারা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।’

ওসি আরও জানান, প্রাথমিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী ‘দর্শনা ডিলাক্স’ ও যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রয়েল এক্সপ্রেস’ নামে দুটি যাত্রীবাহী কোচের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নারী ও দুইজন পুরুষ নিহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করে যান চলাচল স্বাভাবিক করেন।

্রিন্ট

আরও সংবদ