খুলনা | শুক্রবার | ১৫ অগাস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২

টাস্কফোর্সের অভিযানে তালায় ৭ ফার্মেসী মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও তালা প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ১৫ অগাস্ট ২০২৫


সাতক্ষীরার তালায় টাস্কফোর্সের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির অভিযোগে সাত ফার্মেসী মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তালা বাজার এলাকার ওষুধের ফার্মেসীতে এই অভিযান পরিচালনা করা হয়। 
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তালা বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরুপ। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় তালা বাজার এলাকার ওষুধের ফার্মেসীতে বিজিবি, ওষুধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে গঠিত একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে। 
টাস্কর্ফোসের অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ বা মেয়াদ উত্তীর্ণ কোন ওষুধ বিক্রি অথবা বিক্রির উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি করার অভিযোগে মেসার্স জোহরা ফার্মেসীর মালিক জাকারিয়া হোসেনকে ৩ হাজার, মেসার্স আবিরোন ফার্মেসীর মালিক মোঃ আনিসুর রহমানকে ৫ হাজার, মেসার্স মদিনা ফার্মেসীর মালিক মোঃ মামুনকে ৫শ’, মেসার্স তাসা ফার্মেসীর মালিক মোঃ আবু সাঈদকে ২ হাজার, মেসার্স সাচ্চু মেডিসিন হাউজের মালিক সুনীল কুমার দাশকে ২ হাজার, মেসার্স নওশাদ ফার্মেসীর মালিক মাকসুদুল হাসানকে ৫শ’ এবং মেসার্স সাবা ড্রাগ হাউস এর মালিক মোঃ নেছার উদ্দিনকে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকারের নেতৃত্বে অভিযানে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল­াহ আল মাসুম ও সাতক্ষীরা ওষুধ প্রশাসনের ওষুধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন উপস্থিত ছিলেন। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপা রানী সরকার বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে, সেই লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

্রিন্ট

আরও সংবদ