খুলনা | শনিবার | ১৬ অগাস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কিসমাতুল আহসানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০২:১২ এ.এম | ১৫ অগাস্ট ২০২৫


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কিসমাতুল আহসান (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। বুধবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৫৫মিনিটে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ্ায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি গত শুক্রবার ব্রেইন স্ট্রোক করে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ল্যাবএইড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চত্বরে নামাজে জানাজা শেষে মরহুম ড. কিসমাতুল আহসানকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। শিক্ষাবিদ মরহুম প্রফেসর ড. কিসমাতুল আহসান স্ত্রী দুই সন্তান, ভাই-বোন আত্মীয়স্বজন রেখে গেছেন।
প্রফেসর ড. কিসমাতুল আহসানের নামাজে জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, ফিন্যান্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
বিরল কৃতিত্বের অধিকারী খুলনার কৃতি সন্তান কিসমাতুল আহসান ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি খুলনার সেন্ট যোসেফ স্কুল থেকে ১৯৭৪ সালে এসএসসি, সরকারি আযম খান কমার্স কলেজ থেকে ১৯৭৬ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন যশোর বোর্ডের অধীনে। তিনি দু’টি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে রেকর্ড গড়ে খুলনার মুখোজ্জল করেছিলেন। পরবতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগে ভর্তি হন এবং কৃতিত্বের সাথে অনার্স মাস্টার্স শেষ করেন। তিনি প্রায় ৪১ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছাড়াও  সুনাম ও দক্ষতার সাথে ফিন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও পরবর্তীতে আইসিবির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও লিয়েনে সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ে ৫ বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। 
শোক : অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, মরহুম অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান বিশ্ববিদ্যালয়ের একজন গুণী শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণাসহ একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুরূপভাবে লিডিং ইউনিভার্সিটির সাবেক উপাচার্যের মৃত্যুতে শোক জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ