খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

কেশবপুরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত

কেশবপুর প্রতিনিধি |
১১:৩১ পি.এম | ১৫ অগাস্ট ২০২৫


কেশবপুরে পারিবারিক পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারপিটে মা ও ছেলে আহত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে আল মামুনের সাথে পারিবারিক বিরোধ চলছে একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আওয়াল হোসেনের। বৃহস্পতিবার রাতে চাঁদড়া গ্রামের ওয়ার্ড মেম্বর আশরাফ হোসেনের চায়ের দোকানে দু’জনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। তার সুত্র ধরে আওয়াল হোসেনের নেতৃত্বে জাফর, আব্দুর রশিদ মিঠুসহ একটি দল আল মামুনকে লোহার রড ও হাতুড়ি দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে ঠেকাতে আসলে মামুনের মা আনজুয়ারা বেগমকেও মারপিট করে তারা। গুরুতর আহত মামুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় কেশবপুর থানায় মামুনের পিতা আতিয়ার রহমান শেখ লিখিত অভিযোগ করেছেন। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ