খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

আশাশুনির বাটরা জামে মসজিদের নতুন ভবনে জুম্মা উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩২ পি.এম | ১৫ অগাস্ট ২০২৫


আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ঐতিহ্যবাহী বাটরা কেন্দ্রীয় জামে মসজিদের নব নির্মিত ভবন জুম্মা নামাজের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার খুৎবা ও নামাজে ইমামতির মাধ্যমে শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতে ইসলামীর নমিনী হাফেজ মুফতি মুহাদ্দিস অধ্যক্ষ মাওঃ রবিউল বাসার। শত শত মুসলি­র উপস্থিতিতে জুম্মা পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। জামায়াতের শোভনালী ইউনিয়ন আমীর মাওঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, সেক্রেটারী আক্তার হোসেন শাহীন। পরে প্রধান অতিথি জুম্মার খুৎবা প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাসূলুল­াহ (সাঃ) বলেছেন, মসজিদের বড় বড় বিল্ডিং হবে, তবে হেদায়েত থাকবে না। রাসূল (সাঃ) মসজিদে নববীতে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। পরামর্শ করতেন, সিদ্ধান্তের কথা জানাতেন। কোর্টের বিচার মসজিদেই করা হতো। আজকে রাজনীতি ও ধর্মকে পৃথক করে ফেলেছি। রাষ্ট্রীয়, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে ইসলাম মানা হয়না। আসুন আমরা মুসলমান হিসাবে সকল ক্ষেত্রে ইসলাম মানার চেষ্টা করি। উলে­খ্য, ১৯৯৫ সালে মরহুম সামছুদ্দিন আহমেদ ওরফে বাবু সানা ৩৯ শতক জমি দান করেন। সেখানে এই মসজিদ স্থাপন করা হয়েছিল। 
 

্রিন্ট

আরও সংবদ