খুলনা | শনিবার | ১৬ অগাস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

খবর ডেস্ক |
১১:৪২ পি.এম | ১৫ অগাস্ট ২০২৫


বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন দিনভর এসব কর্মসূচি পালন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ। 
বাগেরহাট : দিনটি উপলক্ষে দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে নানা কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম-আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যারিষ্টার জাকির হোসেন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, হাদিউজ্জামান হিরো, শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদল নেতা সুজন মোল­া, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উলে­খ করেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং বিভিন্ন সময় রাজপথে নিহত বিএনপি’র নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন মাওলানা সিদ্দিকুর রহমান। দোয়া ও আলোচনা সভায় জেলা বিএনপি ও বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মোনাজাত শেষে নেতা-কর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
পাইকগাছা : এ উপলক্ষে জুম্মাবাদ উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এড. জি এ সবুর, সেলিম রেজা লাকী, আলাউদ্দিন রাজা, মাষ্টার বাবর আলী গোলদার, কৃষকদল নেতা আবুল কাশেম, মঈন উদ্দিন শিমুল, হুরায়রা বাদশা, আনারুল ইসলাম, সোহেল রানা, এড. সুবেহ সাদিক শিমুল, শহিদুর রহমান শহিদ, আবু হানিফ মিলন, মোমিনুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আশরাফুল ইসলাম।
বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে ও দীপঙ্কর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, আবু তালেব, এড. একরামুল হক বিশ্বাস, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সুজিত কুমার মন্ডল, আব্দুস সাত্তার মোড়ল, আনোয়ারুল ইসলাম, ইব্রাহিম গাজী, মনিরুজ্জামান গাজী, আব্দুল গফুর, সাংবাদিক এসএম বাবুল আক্তার, জাহিদুর রহমান লিটন, ইউনুস মোল­া, আবুল বাশার বাচ্চু, নাজির আহমেদ, সাদ্দাম হোসেন, রাশেদুজ্জামান, কিনা ও ইসরাফিল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আসাদুজ্জামান। 
আসরবাদ মডেল মসজিদে পৌরসভা বিএনপি’র আহবায়ক আসলাম পারভেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, এসএম মোহর আলী, আনারুল ইসলামসহ ওয়ার্ড বিএনপি’র সভাপতি সম্পাদকবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সোলাদানা ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিনুর সরদার, আব্দুল হাকিম সানা, সাংবাদিক জিএম মিজানুর রহমান ও এসএম বাবুল আক্তার, শামীম জোয়ার্দার, ইসরাফিল মোড়ল, আফসার সানা, আসলাম গাজী, মোজাম সরদার, হাফিজুল গাজী, কামাল সানা, বিল­াল গাজী, আব্দুর রহমান গাজী, আলাউদ্দিন মোড়ল, মনি শংকর, রবীন বাছাড়, জাকির সরদার, হাশেম সরদার, আক্তার সানা ও রাজীব মন্ডল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মোফাজ্জেল হোসেন ও মুফতি সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।  সন্ধ্যায় সরল বাজারে বিএনপি নেতা ইমদাদুল হকের সভাপতিত্বে পৌরসভার ১,২ও ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজহারুল ইসলাম গাজী, মনিরুল সানা, তোরাব ফকির, আসাদুল গাজী, হামিদ গাজী, বেলায়েত মোড়ল, জব্বার সরদার, সোহরাব সানা, সাজ্জাদ ফকির, মোবারক মোড়ল, হাশেম গাজী, আমজেদ সরদার, ইব্রাহিম, সামাদ, মোহাম্মদ, মালেক, জামাল, শাহাদাৎ হোসেন, ফারুক গাজী, আজহারুল মোড়ল ও জিয়া মোড়ল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ রুহুল আমিন। 
কয়রা : এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য আবু সাইদ বিশ্বাস, কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনূর আলম, এফ এম মনিরুজ্জামান মনি, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, ডাঃ নুর ইসলাম খোকন, মোল­া ইয়াকুব আলী, ঢালী রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, যুবদল নেতা ইহছানুর রহমান, আকবার হোসেন, আনারুল ডাবলু, ইউনুস, আসাদুল ইসলাম, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ছাত্র নেতা আরিফ বিল­াহ সবুজ, ইমরান হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফারুক হুসাইন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
কালিগঞ্জ (সাতক্ষীরা): দিনটি উপলক্ষে বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামান। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফর হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক নেতা এস এম হাফিজুর রহমান বাবু, শেখ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান হাবিবুল­াহ, আব্দুল আজিজ গাইন, মহিউদ্দিন মোড়ল, জাকির হোসেন পাড়, সার্চ কমিটির সদস্য জিয়াউর রহমান, আলিম আল রাজি তাপস, মাহমুদ মোস্তফা, সাইফুল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ জহুরুল ইসলাম।
রূপসা প্রতিনিধি
দিনটি উপলক্ষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা সন্ধ্যায় নৈহাটি গোডাউন মোড় ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নৈহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোল­া সাইফুর রহমান। নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইলাম। নৈহাটি ইউনিয়ন বিএনপি নেতা আঃ হালিম মোড়লের পরিচালনায় বক্তৃতা করেন জেলা কৃষকদল নেতা কবির শেখ, ইউনুছ আলী গাজী, শরিফ মন্ডল, বাবু মোল­া, আমিরুল ইসলাম তারেক, নিজামুদ্দিন টিটো, মোঃ মাহফুজুর রহমান, আজগর শেখ, মোঃ আলিফ, মোশাররফ শেখ, ছাত্রদল নেতা আরমান শেখ, মিজানুর রহমান, আবু বক্কর, রহমান, মোজাফফর, আনিস, আলম, শরিফুল, রাজন শেখ, আশরাফ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ রবিউল ইসলাম।
ফুলতলা : দিনটি উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপজেলা বিএনপি’র উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিঃ মনির হাসান টিটোর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ লুৎফর রহমান, এনামুল হোসেন পারভেজ, মশিউর রহমান বিপ্লব, মোল­া মনিরুল ইসলাম, সরদার আতাউর, আঃ হালিম বিশ্বাস, মোতাহার হোসেন কিরণ, সরদার আলমগীর, ইকবল খান, শেখ মহিউদ্দিন, মোঃ আয়ুব আলী, মোঃ ইদ্রিস মোল­া, মোঃ তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম মিকু, জিএম শফিকুল ইসলাম, বকুল ভূঁইয়া, আঃ রউফ গাজী, মাসুদ রানা, খান এমরান আহমেদ, মোঃ তুষার মোল­া, রাকিব হোসেন, ইলিয়াজ ভূঁইয়া, জাহিদ হোসেন লাভলু, মিতা পারভীন, হাদি জমাদ্দার, আকবর মোড়ল, নাজমুল হোসেন, মোঃ হিরোন সরদার, শাহীন আজাদ, ইমদাদুল হক মিতুল, মাহমুদ হাসান বাদল, মোঃ খলিল গাজী, আঃ রহমান, মাসুদ ভূঁইয়া, শফিউল আলম রিপন, মোঃ আমিন, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাব্বির হোসেন, মোঃ ইয়াছিন প্রমুখ। দোয়া শেষে মাসুদ রানা খুলনা জেলা যুব দলের সদস্য ও  খান এমরান হোসেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি’র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।  
ডুমুরিয়া : দিনটি উপলক্ষে বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখন সরোয়ার  হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য ও ইউপি চেয়ারম্যান মোল­া মাহবুর রহমান, শেখ হাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, খান আসাদুজ্জামান মিন্টু, জেলা যুবদল নেতা শেখ শামীম, বিএনপি নেতা এফ এম গোলাম সরোয়ার, মোল­া আবুল কাশেম, শাহিদুজ্জামান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, উপজেলা কৃষক দলের আহক্ষায়ক মাষ্টার আইয়ুব আহমেদ স্বেচ্ছাসেবক দলের এফ এম রফিকুল ইসলাম, শেখ হুমাউন কবির, হাবিবুর রহমান হাবিব, জি এম সাইফুল ইসলাম, শেখ ফরিদ, হালিম সরদার, আমিনুর রহমান, আবু হাসান খান, মিলন কান্তি মলি­ক, অনুক‚ল মন্ডল। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর ।

্রিন্ট

আরও সংবদ