খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

তালায় ৩ লক্ষ টাকার আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তালা প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ১৫ অগাস্ট ২০২৫


তালায় “মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন” স্লোগানকে সামনে রেখে ছায়াবীথি সংগঠনের আয়োজনে ৩ লক্ষ টাকা আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় তালার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছায়াবীথি সংগঠনের উপদেষ্টা ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। উদ্বোধনী খেলায় কেশবপুর মাইকেল মধুসূধন (বাঁশবাড়িয়া) ফুটবল একাদশ-কপিলমুনি মেহরাব ফুটবল একাদশকে ০- ১ গোলে পরাজিত করে। 
ছায়াবীথি সংগঠনের সভাপতি ও উপজেলা যুব দলের সি.যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদের সার্বিক তত্ত¡াবধানে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাহিদের সঞ্চালনা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দীন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, বাংলাদেশ বেতারের স্বনামধন্য ভাষ্যকার আলফাজ উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদুভাই, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য লাভলুর রহমান, মির্জা সাকিব। তালা উপজেলা ক্রীড়া সংস্থা ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সাবিক সহযোগিতায় উদ্বোধনী খেলায় হাজার দর্শক উপস্থিত হয়ে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন। খেলায় ধারাভাষ্য এর দায়িত্ব পালন করেন শিক্ষক অহিদুল ইসলাম ও শিক্ষক শেখ জাহাঙ্গীর হাসান।

্রিন্ট

আরও সংবদ