খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

নগরীতে আইসিএমএবি চেয়ারম্যান কাপ ফুটবল ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৫ পি.এম | ১৫ অগাস্ট ২০২৫


ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) খুলনা ব্রাঞ্চ কাউন্সিল-এর আয়োজন “চেয়ারম্যান কাপ” প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আগস্ট খুলনা জিলা স্কুল মাঠে এক উৎসবমুখর পরিবেশে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।  
উক্ত ম্যাচে অংশ নেয় টিম চেয়ারম্যান ও টিম-ভাইস চেয়ারম্যান নামে দু’টি দল। টিম-চেয়ারম্যান দলের নেতৃত্ব দেন আইসিএমএবি খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান আজিজুর রহমান, এফসিএমএ। অপরদিকে, টিম-ভাইস চেয়ারম্যান দলের নেতৃত্ব দেন আইসিএমএবি খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এসএম জাকির হোসাইন, এসিএমএ। উত্তেজনাপূর্ণ এ খেলায় টিম-চেয়ারম্যান ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন সরকারি প্রফুল­ চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম এফসিএমএ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের উপাধক্ষ্য প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ব তারক চাঁদ ঢালী। উলে­খযোগ্য আইসিএমএবি খুলনা শাখার সকল সদস্য, তাদের পরিবারবর্গ এবং ছাত্র-ছাত্রীরা খেলা উপভোগ করেন। এক বন্ধুসুলভ ও প্রাণবন্ত পরিবেশে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের আয়োজনে পেশাজীবীদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং খেলাধুলার মাধ্যমে দেহ-মন সুস্থ রাখা যায়, যা ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনার অংশ। 
 

্রিন্ট

আরও সংবদ