খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

৯৮ বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে দিলো মালয়েশিয়া

খবর প্রতিবেদন |
১২:৩৯ এ.এম | ১৬ অগাস্ট ২০২৫


প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা (একেপিএস)।

শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা জানিয়েছে, বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায় একেপিএস। এ সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা। যারমধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এতে তাদের ‘নো টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ দেওয়া হয়।

একেপিএস এক বিবৃতিতে বলেছে, ‘যাদের আটকে দেওয়া হয়েছে তারা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন। দিনের বেলা কঠোর পরীক্ষা-নিরীক্ষা এড়াতেই তারা ভোরের সময় বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া না অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে- ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থতা।

সংস্থাটি আরও জানিয়েছে, আটক ব্যক্তিরা পর্যটন ভিসায় এসে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ ও বসবাসের পরিকল্পনা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও দেশের প্রবেশপথগুলির নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং প্রবেশ জালিয়াতি রোধে কঠোর পর্যবেক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে, পাশাপাশি বিদেশী নাগরিকদের অবৈধ প্রবেশে জড়িত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে। 

্রিন্ট

আরও সংবদ