খুলনা | শনিবার | ১৬ অগাস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় ডাকাতি, পুলিশ বলছে চুরি

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৪ এ.এম | ১৬ অগাস্ট ২০২৫


কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার এ ডাকাতির ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে স্থানীয় রূপসা থানা ও পুলিশ ফাঁড়ির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। ঘটনার সময় ও কত টাকা নিয়ে গেছে এরও কোনো তথ্য পাওয়া যায়নি রিপোর্ট লেখা (শুক্রবার রাত ১২টা) পর্যন্ত পাওয়া যায়নি।
পুলিশের সূত্র জানায়, শুক্রবার কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে কে বা কারা বেশকিছু টাকা নিয়ে গেছে। ব্যাংকের দারোয়ান আবুল কাশেমের স্ত্রী অসুস্থ থাকায় তিনি ওদিন ব্যাংকে কর্মরত ছিলেন না। রাত ১০টায় তিনি ব্যাংকে ডিউটিতে এসে মেইন গেট খোলা দেখতে পান। তখন তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এদিকে সংবাদ পেয়ে রূপসা থানা ও পুলিশ ফাঁড়ির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। তবে ঘটনার সময় জানার জন্য ব্যাংকের সিসি টিভি’র ফুটেজ দেখা হচ্ছে। এমনকি কত টাকা নিয়ে গেছে এরও কোনো তথ্য পাওয়া যায়নি এ রিপোর্ট লেখা পর্যন্ত।  
রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান বলেন, কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় চুরির ঘটনা ঘটেছে। দারোয়ানের স্ত্রী অসুস্থ থাকায় তিনি সারাদিন হাসপাতালে ছিলেন। রাত ১০টায় তিনি ডিউটিতে এসে ব্যাংকের গেট খোলা দেখতে পান। ঘটনার সময় জানার জন্য ব্যাংকের সিসি টিভি’র ফুটেজ দেখা হচ্ছে। কত টাকা নিয়ে গেছে এ ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।

্রিন্ট

আরও সংবদ