খুলনা | শনিবার | ১৬ অগাস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে’

মাগুরা প্রতিনিধি |
০১:২৫ এ.এম | ১৬ অগাস্ট ২০২৫


ফেব্র“য়ারিতেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে।’ তিনি বলেন, ‘ফেব্র“য়ারির নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। যাঁরা সন্দেহের বীজ বপন করছেন, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহিদ রাব্বি ও শহিদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন। 
শফিকুল আলম বলেন, সরকার ইতিমধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করে দিয়েছে। বর্ষাকাল শেষে হয়তো মানুষের মাঝে আরও আমেজ তৈরি হবে। যখন আমেজ তৈরি হবে, তখন মানুষের মাঝে একটা আনন্দ তৈরি হবে। এ ছাড়া সামাজিকভাবে নির্বাচনের আমেজ আরও তৈরি হবে, যখন তফসিল ঘোষণা হবে। যাঁরা নির্বাচনে অংশ নেবেন, তাঁরা মানুষের কাছে যাবেন। মানুষ তাঁদের সঙ্গে কথা বলবেন। তখন সত্যিকার অর্থে একটা নির্বাচনের আমেজ মানুষের মাঝে তৈরি হবে। তখন সব সন্দেহ দূর হয়ে যাবে।
প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশন ফেব্র“য়ারি ধরে প্রস্তুতি নিচ্ছে। মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি সরকারের রয়েছে। বর্ষা শেষ হলে সারাদেশে নির্বাচন নিয়ে আলোচনা ও উৎসাহ আরও বাড়বে।
শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল­ায় মহল­ায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন।
সংস্কারের বিষয়ে তিনি বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে সেটা দৃশ্যমান।
শফিকুল আলম জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও হক আল আমীন তৎকালীন আওয়ামী লীগ ও যুবলীগের খুনি বাহিনীর হাতে শহিদ হন। আল আমীনের কবরেও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রেস সচিব বলেন, ‘আমি ছুটি পেয়ে এসেছি, পর্যায়ক্রমে আরও আট শহিদের কবরে যাবো। নতুন বাংলাদেশ গঠনে তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সব সময় বদ্ধপরিকর।’

্রিন্ট

আরও সংবদ