খুলনা | মঙ্গলবার | ০৯ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

ভারত থেকে পেঁয়াজ আমদানি, কমলো দাম

খবর প্রতিবেদন |
০১:৩৬ এ.এম | ১৬ অগাস্ট ২০২৫


ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুক্রবার বিকেলে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
জানা যায়, দুই দিন আগেও কেজিপ্রতি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকায়। আমদানি হওয়াতে মোকামে দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
বাজারে পেঁয়াজ কিনতে আসা রাকিবুল হাসান বলেন, হিলির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে থাকেন। এখন ভারত থেকে আমদানির খবরে কেজিপ্রতি ১০ টাকা দাম কমে গেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১০ থেকে ১৫ দিন আগে কেজিপ্রতি পেঁয়াজ কিনেছিলাম ৪৫ থেকে ৫০ টাকা দরে। নিয়মিত বাজার মনিটরিং না করার কারণে দেশের বাজারের এ অবস্থা। যে যার মতো করে নিত্যপণ্যের দাম বসিয়ে বিক্রি করছে।
সরকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, নিয়মিত বাজার মনিটরিং করা হোক, তাহলে বাজার নিয়ন্ত্রণ চলে আসবে।
পেঁয়াজ ব্যবসায়ী শাকিল মাহমুদ বলেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এ কারণে মোকামে দেশি পেঁয়াজের দাম কমেছে। আমরা কম দামে কিনে বিক্রি করছি।
তিনি বলেন, আশা করছি আগামী রোববার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলসিকৃত পেঁয়াজ আমদানি হবে। তাহলে দেশি পেঁয়াজের দাম আরও কমে আসবে।

্রিন্ট

আরও সংবদ