খুলনা | শনিবার | ১৬ অগাস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

ফুলতলার ভোটার সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

রাষ্ট্র কাঠামোর সংস্কার গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ মেনে নেবে না

ফুলতলা প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ১৬ অগাস্ট ২০২৫


জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছেন। আমরা স্পষ্ট করে বলেছি রাষ্ট্র কাঠামোর সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন জনগণ মেনে নেবে না। তাই নির্বাচনের আগেই এগুলি করতে হবে। তা না হলে এদেশে বারবার স্বৈরাচার ফিরে আসবে, জনগণকে বারবার জীবন দিতে হবে। ঘুণে ধরা, ভেঙে পড়া এ রাষ্ট্রকে জামায়াতে ইসলামী নতুন করে নির্মাণ করতে চায়। সুদ, ঘুষ, দূর্নীতির মূলোৎপাটন করে একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই। এ সময় সেক্রেটারী জেনারেল আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল­া মার্কায় ভোট প্রদানের আহŸান জানান।
শুক্রবার বিকেলে ফুলতলার দামোদর ইউনিয়নের ওয়ার্ড জামায়াত আয়োজিত পৃথক দু’টি ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিকেল ৫টায় ২নং ওয়ার্ড সভাপতি মাস্টার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সন্ধ্যা সাড়ে ৭টায় ১নং ওয়ার্ড সভাপতি মোঃ মকিত শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্ম পরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, এড. আবু ইউসুফ মোল­া। সেক্রেটারি গাজী আল আমিন ও মোঃ আসাদ শেখের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্যা, নায়েবে আমীর মাওলানা ওবায়দুল­াহ,  সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খান, থানা কর্ম পরিষদ সদস্য ড. আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, জামায়াত নেতা ফয়জুল কবির লিঠু, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মাওলানা জোবায়ের  হোসেন ফাহাদ, জাহাঙ্গীর হোসেন, শিবির সভাপতি আব্দুর রহিম খান, সেক্রেটারি মন মোজাহিদুল ইসলাম, মোঃ আসলাম সরদার, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আশরাফুল ইসলাম, মাওলানা আলী আকবর ফারাজী, মাওলানা ইমদাদূল হক, ইউপি সদস্য মোঃ শামীম সরদার, মোঃ আলমগীর মোল্যা, মোঃ শাহজাহান শেখ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাবিব বিশ্বাস, সেক্রেটারি মোঃ ফারুক সরদার, হাসিব বিশ্বাস, ইয়ামিন গাজী প্রমুখ।
দুপুর ১২টায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ফুলতলা উপজেলা সার, বীজ ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে সমিতির সভাপতি শেখ আঃ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম। সেক্রেটারি মোঃ রবিউল মোল্যার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল­া, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁন, ডিলার রবিউল ইসলাম মোল্যা, শেখ আজিজুর রহমান, সেলিম সাব ডিলার মোঃ আমিন উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম রাজু, মাহামুব মোল­া, সেলিম মাহমুদ, গোলাম সরোয়ার, বিশ্বনাথ মন্ডল প্রমুখ। সভায় ডিলাররা সরকার প্রদত্ত সারের কমিশন বৃদ্ধি, বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন, উপজেলার বাইরে সার বিক্রির নিষেধাজ্ঞা দূরীকরণের কথা তুলে ধরেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর কাছে। এ সময় প্রধান অতিথি উপরোক্ত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। পরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসা মসজিদে জুম্মার খুতবা প্রদান করেন।

্রিন্ট

আরও সংবদ