খুলনা | শনিবার | ১৬ অগাস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

খুলনায় জিয়া মঞ্চ’র কর্মীসভায় মনা

দেশের সাধারণ মানুষ যথাসময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায়

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৪ এ.এম | ১৬ অগাস্ট ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, আগামী ফেব্র“য়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। এজন্য দেশের মানুষ যথাসময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায়। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন আমলে সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছিলো। ফলে আমজনতা ফেসিবাদদের আর দেখতে চায় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। 
গতকাল শুক্রবার বিকেল ৪টায় মহানগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া এবং খুলনা মহানগর ও জেলা জিয়া মঞ্চ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল­াহ (শফিক)’র সভাপতিত্বে ও জিয়া মঞ্চ নগর শাখার আহŸায়ক মীর মোঃ আলী এহসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার মাহমুদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুর রহিম রানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ শামীম হাওলাদার, সংগঠনের নগর শাখার সদস্য সচিব কামরুল ইসলাম ভুট্ট, জেলা শাখার আহŸায়ক মোঃ শরিফুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ আলী, নগর শাখার সিনিয়র যুগ্ম-আহŸায়ক মোঃ ফারুক হোসেন।  

্রিন্ট

আরও সংবদ