খুলনা | শনিবার | ১৬ অগাস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

৮০তম জন্মবার্ষিকীতে দোয়া পূর্ব আলোচনায় এড. মনা

বেগম খালেদা জিয়া শুধু আপোষহীন নেত্রীই নন, তিনি গণতন্ত্রের প্রতীক

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ১৬ অগাস্ট ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন আপোষহীন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে। তাঁকে এদেশের মানুষ গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী হিসেবে ও শ্রদ্ধা করে। বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীরূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকার প্রধান। তার স্বামী জিয়াউর রহমানের শাসনকালে তিনি ফার্স্ট লেডি ছিলেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শৈশবের সবুজ মাঠ থেকে ক্ষমতার প্রাঙ্গণ, বন্দী জীবন থেকে বিদেশে চিকিৎসা-খালেদা জিয়ার জীবন এক অদম্য নারীর গল্প। রাজনৈতিক প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, বারবার প্রমাণ করেছেন, তিনি সহজে হার মানার মানুষ নন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি এমন এক নারী, যিনি কখনো সহজ পথ বেছে নেননি বরং প্রতিটি বাঁকে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন ইতিহাসে।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, সাবেক যুগ্ম-আহŸায়ক স ম আব্দুর রহমান, সাঈদ হাসান লাভলু, রেহেনা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর, এড. মোহাম্মদ আলী বাবু, ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, আব্দুল আজিজ সুমন, সৈয়দা নার্গিস আলী, মিরাজুর রহমান মিরাজ, শরিফুল ইসলাম টিপু ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সঙ্গে ৭১ এর মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহিদ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মহানগরীর সকল দলীয় কার্যালয়, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনাডাঙ্গা থানা বিএনপি : জন্মবার্ষিকী উপলক্ষে সোনাডাঙ্গা থানা বিএনপি’র উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি খুলনা পাওয়ার হাউজ মোড়স্থ পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন একরামুল কবির মিল্টন, শেখ ফারুক হোসেন, মোহাম্মদ আলম বাবু মোড়ল, মোঃ হাবিবুর রহমান, মোস্তফা কামাল, কাজি নজরুল ইসলাম, কাজি আব্দুল আলিম, শেখ আজিজুর রহমান, আবুল ওয়ারা, কামরুজ্জামান রুনু, শওকত আলী লাবু বিশ্বাস, আরিফুল ইসলাম বিপ্লব, কাজী মিজানুর রহমান, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মোঃ সাইফুল ইসলাম, ইয়াসিন মোল­া, সোহরাব হোসেন, ডাঃ শাহিন আহসান, আফজাল হোসেন, কাদের মলি­ক, শেখ মনিরুল ইসলাম, বক্কার মীর, আহসান হাবিব বাবু, হেলাল ফারাজি, মোঃ মামুনুর রশিদ, আমিন হোসেন মিঠু, মনিরুজ্জামান মনি, মোঃ আতিউর রহমান, গাজী আতিকুর রহমান, মামুনুর রশিদ ও রাকিবুল হাসান।
দৌলতপুর থানা বিএনপি : জন্মবার্ষিকী উপলক্ষে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দৌলতপুর থানা বিএনপি’র আয়োজনে ৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেখ সাদী, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, লিয়াকত হোসেন লাভলু, বেলায়েত হোসেন, জয়নাল আবেদীন, আনসার আলী, আরমান হোসেন, মাঈনুল ইসলাম, ইকবাল খন্দকার, রাসেলুজ্জামান, হুমায়ুন কবির, কবির হোসেন টিটু, আশরাফ হোসেন, আজিজুল ইসলাম কাফি, সিরাজুল ইসলাম সানি, রকিবুল ইসলাম মিঠু, আব্দুল ওহাব, সেলিম আহসান, আব্দুর রাজ্জাক, বেল্লাল হোসেন, মিজানুর রহমান, মোক্তার হোসেন মুক্ত, আকসির হোসেন সাজু, এলেম হাওলাদার, কামাল খান, সোহেল মোল্লা, এম এম জসিম, সামদানী মোল্লা, আল আমিন রতন, জামাল হোসেন, মিজানুর রহমান মৃদুল, সাজ্জাদ হোসেন রিপ্পি ও এম এম মুন্না প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ