খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

প্রেসক্লাব রামপালের সভাপতি সবুর রানাকে ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি

রামপাল প্রতিনিধি |
১১:৩২ পি.এম | ১৬ অগাস্ট ২০২৫


প্রেসক্লাব রামপাল’র সভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি এম এ সবুর রানাকে মোবাইল ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে ছাত্রলীগ নাশকতা করতে পারে এমন একটি পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ায় তাজউদ্দীন বাদশা ওরফে বাদল নামে মোংলা ছাত্রদল সভাপতি পরিচয়ে ০১৭২১৫১৪১৯৪ নম্বর থেকে ফোন করে হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রামপাল থানায় জিডি করা হয়েছে। 
জানা গেছে ১৫ আগস্টকে ঘিরে নাশকতা চালাতে পারে এমন একটি অভিযোগ ও কিছু তথ্য প্রেসক্লাব রামপাল বরাবর পাঠানো হয়। পাঠানো তথ্যপ্রমাণ সঠিক প্রতীয়মান হাওয়ায় তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মহিদুল ইসলাম রনির বিরুদ্ধ পোষ্ট দেয়া হয়। বিষয়টি প্রশাসনকে অবহিতসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ও অবহিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ১৫ আগস্ট রাত থেকে সবুর রানাকে ফোন করে বিভিন্নজনে বিষয়টি জানতে চান। ওই দিন রাতে উলে­খিত নম্বর থেকে সাংবাদিক সবুরকে ফোন করা হয়। ফোন রিসিভ না করায় পরদিন ১৬ আগস্ট সকাল ৯ টা ৩১ মিনিটে আবারো ফোন করলে বাদল ওরফে বাদশা পরিচয়ে সবুর রানার অবস্থান জানতে চায়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম রনির সম্পর্কে জানতে চায়। বিষয়টি তাকে বলা মাত্রই অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তখন তার ফোন কেটে দিলেও আবারো ফোন দিতে থাকে। এক পর্যায়ে ছাত্রদল পরিচয় দানকারী বাদল ওরফে বাদশা হোয়াটসআপ ও ম্যাসেঞ্জারে কল করে আওয়ামী লীগের দালাল, দালাল সাংবাদিক বলে বার বার কমেন্ট করতে থাকে। 
খোঁজ নিয়ে জানা গেছে, ফোনের হুমকিদাতার নাম তাজউদ্দীন বাদশা, সে মোংলা উপজেলার বিলুপ্ত ছাত্রদল কমিটির সভাপতি ছিল। তার বাড়ী মোংলা উপজেলায়। এমন অবস্থায় নিরাপত্তা ও হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে রামপাল থানায় জিডি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত বাদল ওরফে বাদশা ফোন কল করা অব্যাহত রেখেছে। 
হুমকির ঘটনার নিন্দা জানিয়েছেন, প্রেসক্লাব রামপাল, মানবাধিকার সংস্থা,  রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সামাজিক সংস্থার নেতৃবৃন্দ। তারা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। 
 

্রিন্ট

আরও সংবদ