খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

শ্যামনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

শ্যামনগর প্রতিনিধি |
১১:৩৬ পি.এম | ১৬ অগাস্ট ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরে হানি ট্রাপার সহিদুল ইসলামের শারিরিক ও মানসিক অত্যাচার এবং তার অন্যায় দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তার দ্বিতীয় স্ত্রী শাহানারা খাতুন জানান প্রথমে আটুলিয়ার হাওয়াল ভাঙ্গি গ্রামের আজিবর রহমানের সাথে তার বিয়ে হয়। সেখানে তার ৫জন কন্যা সন্তান রয়েছে। তার ছোট কন্যার বয়স যখন ৪ বছর তখন তার ১ম স্বামী মারা যায়। তার স্বামী জীবদ্দশায় একই এলাকার মৃত শমসের গাইনের ছেলে সহিদুল ইসলাম গাইন (বর্তমান ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য) বাড়ীতে যাতায়াত করার সুবাদে সংসারটি ধ্বংস করে দিয়েছে। সে গত ১৭/০২/২০১৯ তারিখে নোটারী পাবলিক ও সামাজিকভাবে ইসলামী শরীয়াত মোতাবেক তাকে দ্বিতীয় বিয়ে করে। সে তার ভরণ পোষন খরচাদি দিলেও বর্তমানে তার কোন খরচাদি না দিয়ে প্রায়ই মারপিট করে। 
শাহনারা খাতুন আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় এমএলএসএস পদে চাকুরী করায় মাদ্রাসায় যাওয়ার পথে সহিদুল ও তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী তাকে মারপিট করে। এছাড়া সে তাকে বলে তুই আমার টাকার মেশিন। যেভাবে বলবো সেভাবে চলতে হবে নইলে মেরে ফেলবো, মিথ্যা মামলা দিবো, চাকুরী নষ্ট করবো, মেয়েদের সংসার নষ্ট করারও হুমকি দেয়।  সে বিভিন্ন লোককে তার বাড়িতে এনে অনৈতিক ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সহিদুলের অনৈতিক কাজের এ সমস্ত ভিডিও করে গোদাড়ার সোহাগ। তাকে নিয়ে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ঐ সমস্ত ব্যক্তিরা নির্দোষ। তার ৫ মেয়ের বিয়ে হয়েছে। তাদের সংসারে অশান্তি করতে সহিদুলের অন্যায় আবদার শুনতে না চাইলে সে শাহনারাকে মেরে ডান পা ভেঙে দিয়েছে। সহিদুল একজন নারী লোভী। সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন আদালতে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চাপ অব্যহত রেখেছে।  এ আদালতে ৩০৭/২৫ নং মামলা টি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন শাহনারা। বিভিন্ন মহিলাদের সাথে সে অনৈতিক মেলামেশা করে। আমাকে ছাড়া আরো ৩টি বিয়ে করেছে। সে সুদের ব্যবসা করে, তার অত্যাচারে অনেকে এলাকা ছেড়ে অন্যত্রে পাড়ি জমিয়েছে। এ ছাড়া সহিদুল তার বাসায় যাতায়াতের সুবাদে রূপালী ব্যাংক নওয়াবেঁকী শাখার শাহনারার নামীয় ১৩২৪৮ নং চেকের ৩টি চেকের পৃষ্ঠা চুরি করে নেয়। তার মধ্যে ৯৯৪৬৫৩৯ নম্বর চেকের পৃষ্ঠায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা লিখে ডিজঅনার করে। বর্তমানে চেকের মামলা করার হুমকি দিচ্ছে। তবে এ ঘটনায় চেকের পৃষ্ঠার নম্বর দিয়ে শ্যামনগর থানায় জিডি করা হয়। সহিদুলের অত্যাচারের হাত থেকে বাঁচতে ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তার দ্বিতীয় স্ত্রী। 

্রিন্ট

আরও সংবদ