খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

তেরখাদায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

তেরখাদা প্রতিনিধি |
১১:৩৮ পি.এম | ১৬ অগাস্ট ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তেরখাদায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহক্ষায়ক চৌধুরী কওসার আলী এবং পরিচালনা করেন সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রবিউল হোসেন, মোল­া মাহাবুর, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল­া হুমায়ুন কবিরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করতে তাঁর ভ‚মিকা অনন্য। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘজীবন কামনা করি। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণেও বিশেষ মোনাজাত করা হয়।

্রিন্ট

আরও সংবদ