খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

খবর ডেস্ক |
১১:৪১ পি.এম | ১৬ অগাস্ট ২০২৫


মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে গতকাল শনিবার সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। আমেদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
সাতক্ষীরা : এ উপলক্ষে দুপুরে পূজা উদযাপন পরিষদ জেলা শাখা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ-এর অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, জয় মহাপ্রভু সেবক সংঘের জেলা শাখার সভাপতি ডাঃ সুশান্ত কুমার ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ জেলা যুগ্ম-সম্পাদক ও জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক নিত্যানন্দ আমিন, কমিটির সদস্য সচিব ও যুগ্ম-সম্পাদক অসীম কুমার দাশ সোনা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিকাশ চন্দ্র দাস,  যুব ঐক্য পরিষদ জেলা আহবায়ক অমিত কুমার ঘোষ বাপ্পা, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস, জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি উজ্জ্বল কুমার সাধু, সাধারণ সম্পাদক শ্রীদাম দে প্রমুখ। এসময় হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ।
ফুলতলা : জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১০টায় সরকারি ফুলতলা মহিলা কলেজ চত্ত¡রে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি সরকারি মহিলা কলেজ হতে বের হয়ে ফুলতলা বাজারসহ বিভিন্ন স্থান হয়ে আবারও কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা। এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী শত শত নর-নারী ও সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক অনুপম মিত্র এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রণজিৎ কুমার বোস বিশু। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ জেল­াল হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, জামায়াতের নির্বাহী সদস্য শেখ মোঃ আলাউদ্দিন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ফুলতলা সভাপতি প্রভাষক গৌতম কুন্ডু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ প্রফুল­্য কুমার চক্রবর্তী, বিশ্বনাথ মন্ডল, অমরেন্দ্রনাথ সরকার, মনিন্দ্রনাথ মন্ডল, পরিমল বিশ্বাস, প্রনব বসু, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, ইঞ্জিনিয়ার উজ্জ্বল পাল, প্রভাষক সাগর দত্ত, প্রভাষক সাগর গোলদার, পিন্টু স্বর, বিকাশ বিশ্বাস, রসময় দাস, সরাজ কুন্ডু, পবিত্র সাহা, বিদ্যুৎ সুর, সুনন্দ কর, শিপপদ দাস, বৈদ্যনাথ দত্ত, উজ্জল কুমার মন্ডল, স্বপন কর, হিরো কর, মিত্যুন কর, রিপন বৈরাগী, শিমুল বৈরাগী, কল্যাণ কুন্ডু, রাজকুমার বিশ্বাস, মিন্টু সেন, রাম দত্ত, আপন রায়, শুভেন্দু দাস প্রমুখ। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে শ্রী শ্রী কৃষ্ণের পূজা, ধর্মসভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান এবং অনুষ্ঠান শেষে আগত ভক্ত-শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
তালা : জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। উপজেলা পূজা উদযপান পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দীন, উপজেলা বিএনপি নেতা উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, জাময়াত নেতা অধ্যাপক গোলাম ফারুক, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, তালা উপজেলা যুবদলের সি. যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, গোপালপুর মন্দির কমিটির সভাপতি তারক রাহা। উপস্থিত ছিলেন শিব শংকর পাল, রাম প্রসাদ হালদার, দিপংকর হালদার, দিবাশিষ পাল, তরুণ হালদার, কৃষ্ণপদ দাস, তীর্থ কুমার দে প্রমুখ। 
এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অমল দত্ত ও সরজিৎ সরকারের সার্বিক তত্ত¡াবধানে গোপালপুর রাধা কৃষ্ণ মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের প্রায় দুই কিালোমিটার পথ পায়ে হেঁটে তালা বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালা বাজার সর্বজনীন দুর্গা মন্দিরের সামনে এসে শেষ হয়। পরিশেষে সকল ভক্ত মন্ডলীর উদ্দেশ্যে প্রসাদের ব্যবস্থা করা হয়।
চুকনগর (ডুমুরিয়া) : সকালে সনাতন ধর্মাবলম্বী হিন্দু স¤প্রদায়ের  উদ্যোগে চুকনগর সর্বজনীন মাতৃ মঙ্গলা তীর্থ কমপ্লেক্স অডিটোরিয়াম এক আলোচনা সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি রমেন রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়দেব মন্ডল, জয়দেব আর্ঢ্য, বিএনপি নেতা ও বাজার কমিটির সাধারণ সম্পাদক সরদার বিল­াল হোসেন, শিক্ষক আশুতোষ নন্দী, বিধান তরফদার, শেখ কামাল হোসেন, দেবব্রত রায়, ইন্দ্রজিত দেব, দিপক মন্ডল, শংকর ঘোষ প্রমুখ। শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কালিগঞ্জ (সাতক্ষীরা): দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় উপজেলা সদরের ফুলতলা মোড় এলাকা থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলতলা মোড়ের পাশে জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক মিলন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ শহিদুল আলম। পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ ও ব্যাংক কর্মকর্তা রনজিৎ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়। ধর্মীয় আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় চক্রবর্তী। এ সময় জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামান, সাবেক উপজেলা যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সেলিম আহমেদ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম ফরহাদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসিত সেন, পূজা উদযাপন পরিষদের নেতা ইউপি সদস্য বরুণ কুমার ঘোষসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
দাকোপ : শুভ জন্মাষ্টমী উপলক্ষে চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটি ধর্মীয় আলোচনা সভার আয়োজন করে। বেলা ১১টায় মন্দির প্রাঙ্গণে কার্য্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর দেবাশীষ ঢালীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডাঃ সন্তোষ কুমার মজুমদার, জেলা বিএনপি নেতা অসিত কুমার সাহা, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দেবাশীষ দাস, জেলা বিএনপি নেতা শাকিল আহম্মেদ দিলু, এড. গৌরপদ বালা, নব নির্বাচিত প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন, মোহন লাল সাহা, পরিমল চন্দ্র বিশ্বাস, শিশির বিশ্বাস, বনদেব বিশ্বাস, পরিমল রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শেখর রায়, রমেশ বিশ্বাস, তাপস রায়, সমরেন্দ্র নাথ সমার, শিবপদ মন্ডল, সুকুমার বিশ্বাস, পংকোজ বৈরাগি, অর্ধেন্দু রায়, অমিত মন্ডল, বিভুতি বিশ্বাস, রেবতি বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, শর্মিষ্ঠা সাহা, সুইটি বিশ্বাস প্রমুখ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
কয়রা : এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সদরের সনাতন ধর্ম মন্দিরে আলোচনা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার এই শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. অম্বিকা চরণ সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, আঃ রহিম সানা, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, শেখ হারুন অর রশিদ, কোহিনূর আলম, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মিজানুর রহমান লিটন, পূজা উদযাপন পরিষদের মৃনাল কান্তি ঘোষ, ব্রজেন্দ্রনাথ মন্ডল, উৎপল কুমার সানা, কমলেশ রায়, সুজিত কুমার রায়, অর্পন কুমার সানা, মহশিষ কুমার সরদার, রনজিত কুমার সরকার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি অরবিন্দ কুমার মণ্ডল, বিজন কুমার মন্ডল, রনজিৎ কুমার বাইন, মিহির কান্তি মন্ডল, বিদেশ রঞ্জন মৃধা, জগদীশ মজুমদার, ননী গোপাল মজুমদার,  যুবদল নেতা ইহছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী, আনারুল ডাবলু, স্বেচ্ছাসেবক দল নেতা ডি এম হেলাল উদ্দিন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, উপজেলা ছাত্র দলের আহবায়ক আরিফ বিল­াহ সবুজ, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক অভিজিৎ মহলদার প্রমুখ।
মোংলা : দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দসহ সনাতনী ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু, কিশোরসহ শত শত ভক্তবৃন্দ বিভিন্ন ধর্মীয় সাজসজ্জায় শোভা যাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কেন্দ্রীয় মন্দিরে প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা বিএনপি সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপি’র সভাপতি মোঃ জুলফিকার আলী, সাঃ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পূজা উদযাপন পরিষদের সুব্রত মজুমদার, গোপাল কৃষ্ণ, রাজিব নন্দী, সুশান্ত কীর্তুনিয়া, সচীন হালদারসহ অনেকেই বক্তব্য রাখেন। 
তেরখাদা : সকালে সাহাপাড়া কেন্দ্রীয় মন্দিরের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নারী, পুরুষ ও শিশুসহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নানা রঙের পোশাক ও সজ্জায় সেজে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনেকের হাতে ছিল ধর্মীয় প্রতীক, ব্যানার ও পতাকা। পরে সাহাপাড়া কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা, গীতাপাঠ, ভজন ও কীর্তন। শেষে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে স্থানীয় হিন্দু স¤প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও উপস্থিত ছিলেন। 
পাটকেলঘাটা (সাতক্ষীরা) : জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১০ টায় পাটকেলেশ্বরী বিদ্যাপিঠের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার ধর্মপ্রাণ ভক্তবৃন্দ একত্রিত হয়ে র‌্যালিতে অংশ গ্রহণ করেন। র‌্যালিটি পাটকেলঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালী মন্দিরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, নারায়ন মজুমদারসহ ভক্তবৃন্দ অংশ নেন। র‌্যালি পরবর্তী শ্রী কৃষ্ণের ভক্তরা বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দিবাশিষ বিশ্বাস ও মহাদেব চক্রবর্তী।  

্রিন্ট

আরও সংবদ