খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

ব্যবসায়ী শম্ভু দাসের পরলোকগমন বাজার কালীবাড়ী মন্দিরে প্রার্থনা

খবর বিজ্ঞপ্তি |
১২:২১ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


আদি কালীবাড়ী পাড়া সার্বজনীন মন্দিরের অন্যতম উপদেষ্টা ব্যবসায়ী শম্ভুদাস (৫৭) গত ১৪ আগস্ট রাত ১২টা সময় কিডনী রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে শম্ভুদাস স্ত্রী, ১ পুত্র, ২ ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শম্ভু দাস-এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার কালিবাড়ি মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হচ্ছেন বাজার কালীবাড়ি মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জি, মহানগর পূজা কমিটির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধরা, অরবিন্দু সাহা, ভোলানাথ ভট্টাচার্য, মোঃ সোহাগ দেওয়ান, মাধব চন্দ্র রুদ্র, ধর্মীয় সংবাদ পরিবেশক সাংবাদিক তপা হালদার, প্রশান্ত ব্যানার্জি, উজ্জ্বল ব্যানার্জী, শুশান্ত ব্যানার্জী, প্রদীপ সাহা মদন, শিবনাথ ভক্ত, বিশ্বজিৎ দে মিঠু, মনোজ রায়, বিকাশ সাহা মদন, রতন দেবনাথ, ভবেশ সাহা, শরৎ মুন্ধরা, সাংবাদিক অমিয় কান্তি পাল, সাংবাদিক দিলীপ বর্মন, বিপ্লব ভৌমিক, অলোক দে, মোঃ মনিরুজ্জামান পাপ্পু, রবিন দাস, মিমো দাস, রাজু শীল, অলোক দাশ, তরুন রায় শিবু, পলাশ সাহা, মনোজ রায়, স্বপন সরকার, শ্যাম ভক্ত, তপন সাহা, শঙ্কর ঘোষ, গোপাল কুন্ডু, সুরেশ চক্রবর্তী, আকাশ ব্যানার্জি, অনিক ব্যানার্জি, কিংকর সাহা, রূপণ দে, বাবলু বিশ্বাস, সুরেশ রাম, ফনি সাহা, লিটন চক্রবর্তী, মিঠুন সাহা, মিলন সাহা, মিলন দাস, শুভ বাগল, গান্ধি (তাপস) দাস, দিপ্র দাস, দীপ সাহা, মনি সাহানি, তাপস সাহা, শংকর কর্মকার, মিলন সাহা, কৃষ্ণ কর্মকার, মলয় সাহা, বাবলু সাহা, কেয়া রাণী ব্যানার্জী, মুক্তি রাণী ব্যানার্জী, শিউলী রাণী ব্যানার্জী, দেবু চক্রবর্তী, পিয়াল কর্মকার, কবি কাজল ইসলাম, গোবিন্দ রায়, বুদ্ধ মনি, গোলাম সাদেক কাজল, অধ্যাপক অখিল সাহা, বিশ্বরূপ সরকার, বাবলু রায়, গোলাম ফারুক মনি, বিশ্বকুন্ড, বাবলু বিশ্বাস, সজিব দাস  প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ