খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিজনেস ক্লাবের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘সেশন অন সিভি ইঞ্জিনিয়ারিং’ অনুষ্ঠিত হয়েছে। 
সেমিনারে কি নোট স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন করপোরেট আস্ক-এর সিইও নিয়াজ আহমেদ। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং ডিরেক্টর লিয়াজো (বোর্ড অব ট্রাস্টি)  শেখ মাহরুফুর রহমান। সেশনে রিজুমি তৈরির বিভিন্ন ধাপ, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, দক্ষতার উপস্থাপন কৌশল নিয়ে আলোচনা হয়। বর্তমান প্রতিযোগিতা মূলক বিশ্বে একজন আবেদনকারীকে অন্যান্য প্রার্থীদের থেকে রিজুমি কিভাবে আলাদা করতে সাহায্য করে এবং সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়, সে বিষয়ে আলোকপাত করা হয়। সেশন শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেশন টি সঞ্চালনা করেন বিজনেজ ক্লাবের প্রেসিডেন্ট উম্মে রুকাইয়া মৌমি। সেমিনারে  বিজনেস ক্লাবের এ্যাডভাইজরবৃন্দ, ক্লাবের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

 

্রিন্ট

আরও সংবদ