খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

ডেঙ্গু প্রতিরোধ ও বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে সমীক্ষা রিপোর্ট প্রকাশের দাবি

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


খুলনায় ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে কীট, স্যালাইন সরবরাহ ও ভবদাহ এবং বিল ডাকাতিয়া জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে সমীক্ষা রিপোর্ট প্রকাশের দাবি করেছে নাগরিকদের সংগঠন গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ খুলনা। 
এ সংগঠনের পক্ষ থেকে বলা হয় উলি­খিত এলাকার জলাবদ্ধতা নিরসনে সমীক্ষা রিপোর্ট প্রকাশ না হলে লক্ষাধিক মানুষ পানি বন্দি ও ফসলের হানি হবে। জলাবদ্ধতায় যশোর জেলার অভয়নগর, কেশবপুর, মনিরামপুর, খুলনা জেলার ফুলতলা ও ডুমুরিয়ার প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। অবিলম্বে বিল ডাকাতিয়া এলাকার ২৪ খাল খনন, শৈলমারী নদীতে খনন কাজ দ্রুত সম্পন্নের দাবি করা হয়। তা না হলে আগামীর বোরো আবাদ বিঘœ হবে। নির্বাচনের আগে সমীক্ষা রিপোর্ট প্রকাশের দাবি করা হয়। এ দাবিতে দলমত নির্বিশেষে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
শনিবার দুপুর ১২টায় স্যার ইকবাল রোডস্থ হোটেল গোল্ডেন কিং-এ উলি­খিত সংগঠনের এক সভায় এ দাবি করা হয়। 
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি এড. খান মনিরুজ্জামান। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা এড. আফম মহসিন, এড. আক্তার জাহান রুকু, মানবাধিকার কর্মী এড. মোঃ মোমিনুল ইসলাম, সংগঠনের সদস্য সচিব সংবাদকর্মী কাজী মোতাহার রহমান বাবু, এস, এম সোহরাব হোসেন, প্রকৌশলী মোঃ রুহুল আমিন হাওলাদার, সংবাদ কর্মী মহেন্দ্র নাথ সেন, নাগরিক নেতা সরদার আবু তাহের, অধ্যক্ষ মীর্জা মোঃ নুরুজ্জামান, স্থানীয় রাজনীতিক শেখ জাহিদুল ইসলাম, সেরাজ উদ্দিন সেন্টু, এড. মোঃ আজিজুর রহমান, মানবাধিকার কর্মী জামাল মোড়ল, আবু হারুনর রশিদ, ক্রীড়া সংগঠক জি এম রেজাউল ইসলাম, মোঃ আইনুল হক, এড. মোঃ জোবায়ের শেখ, এড. মোঃ নাসির উদ্দিন হাওলাদার আরমান, অম্বিকা মলি­ক, এস, এম দাউদ আলী প্রমুখ।
সভায় খুলনা মহানগরীকে যানজট মুক্ত করতে লাইসেন্সবিহীন ইজিবাইক চলাচল বন্ধ এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি, নগরীর জলাবদ্ধতা নিরসন, মাদক মুক্ত, শিপইয়ার্ড রোডের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন, বেওয়ারিশ কুকুর নিধন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সভায় বলা হয় ভৌতিক বিদ্যুৎ বিল নগর জীবনে বিড়ম্বনার সৃষ্টি করেছে। একইসাথে ভুয়া মেডিকেল রিপোর্ট প্রদান করে বিচার ব্যবস্থায় অসত্য প্রমাণ দাখিল করার সংস্কৃতি বন্ধ করার দাবিও তোলা হয়। 
সভায় বীর মুক্তিযোদ্ধা এড. আফম মহসিনকে আহবায়ক ও এড.আক্তার জাহান রুকু, এড.মোঃ মোমিনুল ইসলাম, সেরাজ উদ্দিন সেন্টু, এড. আজিজুর রহমান, এড. মোঃ জোবায়ের হোসেন শেখ, এড. নাসির উদ্দিন হাওলাদার আরমান, আবু হারুনর রশিদ, এস এম হাসান ও মোঃ জামাল মোড়লকে সদস্য সচিব করে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। আগামী শনিবার দুপুর ১২টায় একই স্থানে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

্রিন্ট

আরও সংবদ