খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

অভয়নগরের চলিশিয়ার ইউপি চেয়ারম্যান মান্নানসহ চারজন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩১ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


যশোওে নাশকতা মামলায় অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানসহ চারজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটক অন্যরা হলেন, আমডাঙ্গা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে সাজ্জাত আলী, ধোপাধী গ্রামের সালামের ছেলে সাজিদ মাহমুদ ও আমডাঙ্গা গ্রামের মৃত সমর আলীর ছেলে আহাদুল শেখ। 
অভয়নগর থানা পুলিশ জানায়, আটককৃতরা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। যা তদন্তে প্রমাণ পাওয়া গেছে। আটককৃতদের ২০২৪ সালের ১০ ডিসেম্বরের একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
 

্রিন্ট

আরও সংবদ