খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না : রিজওয়ানা হাসান

খবর প্রতিবেদন |
০৫:১৫ পি.এম | ১৭ অগাস্ট ২০২৫


বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তবে একটা ছবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না বলেও জানান তিনি।

আজ রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এটার প্রেক্ষিত প্রসঙ্গে আমি বলতে পারছি না। এটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।

তিনি বলেন, এটার সঙ্গে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারেই স্পষ্ট। একটা ছবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না।

উপদেষ্টা আরও বলেন, সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সরকার সে অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হলো সরকারের অবস্থান।

তিনি বলেন, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরবতা ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহা প্রকল্পের কাজ শুরু হয়। ১০ বছরের জন্য প্রকল্প নেওয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য।

্রিন্ট

আরও সংবদ