খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

রূপসা মহাশ্মশান কালি মন্দিরের প্রতিষ্ঠাতা কালিদাস ব্যানার্জীর মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ১৮ অগাস্ট ২০২৫


রূপসা মহাশ্মশান কালিমন্দিরের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, ন্যাপ নেতা কালিদাস ব্যানার্জীর ৩৪তম মৃত্যুবার্ষিকীতে রোববার সন্ধ্যায় তার আত্মার শান্তি কামনার্থে রূপসা মহাশ্মশান কালিমন্দির কমিটির আয়োজনে প্রার্থনা সভার আয়োজন করা হয়। 
প্রার্থনা সভায় প্রয়াত কালিদাস ব্যানার্জীর কন্যা শিউলি ব্যানার্জী, আলো ব্যানার্জী, এড. পপি ব্যানাজী, জামাতা প্রদীপ ভাদুড়ীসহ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত সুরেশ চক্রবর্তী। প্রার্থনা সভা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ